এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী

বিধানসভা নির্বাচনে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে শাসকদল তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপি। শাসকদলের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। কিন্তু,একটি বিষয় নিয়ে বারবার অপদস্ত হতে হচ্ছে বিজেপিকে। তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মুখের অভাব। বিধানসভা নির্বাচনে কে হবেন বিজেপির বাংলার মুখ?এই প্রশ্নের সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি বিজেপির কাছ থেকে।

বারবার রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা এলেও, এখনও পর্যন্ত ঘোষণা করেন নি, কোন মুখ। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন পশ্চিমবঙ্গে। আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যে এসে এক সর্ব ভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন যে, তৃণমূলের খেলা শেষ হবে, আর শুরু হবে বিজেপির রাজত্ব। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ উপযুক্ত সময়ই সামনে আনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিজেপি এখনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করায়, এ বিষয়ে বারবার বিজেপিকে ব্যঙ্গ ও কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো মুখ বিজেপির কাছে নেই। এ কারণেই কোন মুখকে বিজেপি সামনে আনতে পারেনি ।তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখের অভাব বিজেপির নেই।

প্রসঙ্গত, দেশের বেশ কিছু রাজ্যে দেখা গেছে যে, বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় নি। উত্তর প্রদেশ, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্যে এভাবে লড়াই করেই সাফল্য পেয়েছে বিজেপি। এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখে লড়াই করেছে বিজেপি।

এবার পশ্চিমবঙ্গেও বিজেপি একই কায়দায় লড়াই করছে। ইতিপূর্বে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার কোন ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে আনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির বাংলার কর্মকর্তারাই যথেষ্ট বলে জানিয়েছিলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!