এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ক্রমশ কি শীর্ষ নেতৃত্বের রাস্তা হারিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ?

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ক্রমশ কি শীর্ষ নেতৃত্বের রাস্তা হারিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ক্রমশ শীর্ষ নেতৃত্বের রাস্তা হারিয়ে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এমন একটি জল্পনা বাড়তে শুরু করেছে সম্প্রতি রাজ্যের রাজনৈতিক মহলে। বিশেষ করে শুভেন্দু অধিকারী দিনে দিনে যেরকম বিজেপির শীর্ষ নেতৃত্বের ভরসাস্থল হয়ে উঠছেন, সে তুলনায় পিছিয়ে পড়ছেন দিলীপ ঘোষ। গতকাল দিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি সাংসদেরা। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁদের বৈঠকের কথা ছিল, তবে শেষপর্যন্ত হল না বৈঠক। যা থেকে অনেকে মনে করছেন, শীর্ষ নেতৃত্বের আস্থা ক্রমশই হারাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা বক্তব্য নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। দলের একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ। অনেকে মনে করছেন, এই পরিস্থিতিতে দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার পদে আসার পর একাধিকবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজ্যের কথা সেখানে জানিয়েছেন। তবে, এবার কিছুটা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর ওপর দলের শীর্ষ নেতৃত্বের ভরসা যেমনই থাকুক না কেন, নিজেকে যেন হঠাৎ অনেকটা সক্রিয় করে তুলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে মনে করছেন, এর দ্বারা দলের শীর্ষ নেতৃত্বের ভরসা আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা থাকতে পারে দিলীপ ঘোষের। গতকাল একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদদের নিয়ে দেখা করেছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরতে দেখা গেছে তাঁকে। গতকাল তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রাজু বিস্ট, জণ বার্লা, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু, স্বপন দাশগুপ্ত প্রমুখরা। একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা। রাজ্যের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ কিছু অভিযোগের কথাও জানিয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, দু-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী তাঁদের সময় দেবেন বলে, আশা করছেন তিনি। এভাবেই দলে নিজের গুরুত্ব বাড়াতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা আবার ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন তিনি। তবে, মনে রাখতে হবে তাঁর দায়িত্বকালেই যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটেছে দলের। সাংসদ সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল না হলেও প্রধান বিরোধীদলের জায়গায় আসতে পেরেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!