এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনের আগে হাথরসের ঘটনা, প্রভাব পড়তে পারে বিজেপির ভোটব্যাংকে

বিধানসভা নির্বাচনের আগে হাথরসের ঘটনা, প্রভাব পড়তে পারে বিজেপির ভোটব্যাংকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে অনেকটাই সুবিধাজনক অবস্থায় ছিল গেরুয়া শিবির। নির্বাচনে তাদেরকে এগিয়েও রেখেছিল বেশকিছু সমীক্ষা। কিন্তু নির্বাচনের প্রাকলগ্নেই ঘটে গেল উত্তরপ্রদেশের হাথরসের গণধর্ষণের ঘটনাটি। দলিত সম্প্রদায়ের ওপর যেভাবে উচ্চবর্ণের অভিযুক্তরা নিশংস নির্যাতন চালালো, তার প্রভাব পড়তে পারে বিহারের দলিত অধ্যুষিত এলাকায়। ফলে বদলাতে পারে বিহারের রাজনৈতিক সমীকরণ।

বিহারের নির্বাচনে দলিত ভোটব্যাংক একটা বিশেষ ফ্যাক্টর হিসেবে কাজ করে। উত্তর প্রদেশের মতো বিহারেও আছে দলিত বনাম উচ্চবর্নের সমীকরণ। সেখানে দলিত নারীকে নির্যাতন ও দলিত পরিবারের প্রতি অসহনশীলতার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতাসীন থাকায় সমস্ত ঘটনার দায় চেপেছে বিজেপির উপর। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন দলিত সম্প্রদায়।

হাথরসের গণধর্ষণের ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছে গোটা দেশ। বিশেষ করে নির্যাতিতার মৃত্যুর পর পুলিশ যেভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। এরপর কংগ্রেস ও তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়ায় ঘটনা আরও ক্ষুব্ধ করেছে মানুষকে। সাংবাদিকদের প্রতি পুলিশের দুর্ব্যবহার, তাদের বাধা দেওয়াও ক্ষুদ্ধ করেছে অনেককে। সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার লাইভ ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের উপর পুলিশের বাধা দান, মহিলা সাংবাদিকদের প্রতি পুলিশের দুর্ব্যবহার এই সমস্ত কিছু দেশ ছাড়িয়ে চলে গেছে বিদেশের মাটিতে। বিদেশেও মানুষ সরব এই ঘটনা নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যোগী আদিত্যনাথ সরকারের ওপর মানুষের বিতৃষ্না বাড়ায় ফলে চাপ বেড়েছে বিজেপির। যার প্রভাব বাংলা, বিহারের বিধানসভা নির্বাচনে পড়ার একটা বিরাট সম্ভাবনা আছে। বিরোধী দলগুলি প্রকান্ড ভাবে সরব বিজেপির প্রতি।একসময়ের বিজেপি সঙ্গী শিবসেনা যোগী সরকারকে আক্রমণ করে জানিয়েছে, ” উত্তরপ্রদেশে রামরাজ্য নয়, জঙ্গলরাজ চলছে।”

দেশজুড়ে একাধিক বিরোধী রাজনৈতিক দল ও মিডিয়ার একটা বড় অংশ হাথরসের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনকে বারবার অঙ্গুলিনির্দেশ করছে তার ফলে প্রচণ্ড চাপে পড়তে পারে গেরুয়া শিবির। এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।ফলে দলিত ভোটারদের মন জয় করে, তাদের বিজেপিমুখী করতে কালঘাম ছুটে যাবে গেরুয়া শিবিরের।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের মতো বড় রাজ্য পরিচালনার ক্ষেত্রে নিজের প্রশাসনিক সাফল্যের ওপর নির্ভর করে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। আগামী দিনের প্রধানমন্ত্রীর তালিকাতেও তিনি নিজের নাম জুড়ে দেবার পথে অনেকটাই অগ্রসর হতে পেরেছিলেন। কিন্তু হাথরসের ঘটনায় একধাক্কায় অনেকটাই পিছিয়ে গেল যোগী সরকার। দেশজুড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হলো বিজেপিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!