এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাঙালির মন জয়ে বিশেষ মাস্টারস্ট্রোক কেন্দ্রের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাঙালির মন জয়ে বিশেষ মাস্টারস্ট্রোক কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যতই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসতে শুরু করেছেন, বাঙালির সংস্কৃতি তথা বাঙালির মহাপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপনের পরিকল্পনা নিতে শুরু করেছেন, ততই রাজ্যের শাসক দল তৃণমূল বহিরাগত অস্ত্রে শান দিচ্ছে। বিজেপি বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন, বিজেপি অবাঙালির দল, বিজেপি বহিরাগতের দল এমন তকমা বারবার দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। আবার, নিজের দেহ থেকে বহিরাগতের তকমা ঝেড়ে ফেলতে বাঙালি সংস্কৃতি তথা বাঙালি মহাপুরুষদের কাছে টানছে বিজেপি। এবার এই পরিস্থিতিতে সত্যজিৎ রায়কে বিশেষ শ্রদ্ধা জানিয়ে সত্যজিৎ রায়ের নামে পুরস্কার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সত্যজিৎ রায়ের নামে বিশেষ পুরস্কার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। জানা গেছে, দাদাসাহেব ফালকের মত সত্যজিৎ পুরস্কার চালু করবে কেন্দ্রীয় সরকার। গতকাল সোমবার কলকাতার একটি বিলাসবহুল হোটেলে এনএফডিসির অনুষ্ঠানে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণায় শোরগোল পড়ে গেছে বাংলার শিল্পীমহলে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ অনেকে যেমন স্বাগত জানিয়েছেন অনেকে। তেমনি কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। অনেকে এই উদ্যোগকে নির্বাচনের বৈতরনী পারাপারের প্রয়াস বলেও কটাক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচন হলো পাখির চোখ বিজেপির কাছে। বাঙালির মন জয়ের সমস্ত রকম প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে হলদিয়াতে গ্যাস সংযোগ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল দক্ষিণেশ্বরে মেট্রো উদ্বোধন করেছেন তিনি। এছাড়া বেশকিছু রেল প্রকল্পেরও উদ্বোধন করেছেন। গতকাল হুগলি থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন হল তাঁর বিশেষ লক্ষ্য।

এই আবহেই গতকাল সন্ধ্যায় সত্যজিৎ রায়ের নামে বিশেষ পুরস্কার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। গতকাল কলকাতার এক বিলাসবহুল হোটেলে তারকাদের নিয়ে এনএফডিসির বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কারের কথা ঘোষণা করলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এখন থেকে দাদাসাহেব ফালকের মত সত্যজিৎ রায় পুরস্কার চালু করা হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। এ প্রসঙ্গে সন্দীপ রায় জানালেন যে, তিনি এতে খুব আনন্দিত হয়েছেন। তাঁরা সকলেই এতে খুশি হয়েছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!