এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্যকে চাপে ফেলতে বিশেষ উদ্যোগ গেরুয়া শিবিরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্যকে চাপে ফেলতে বিশেষ উদ্যোগ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক মাসেরও বেশি সময় ধরে সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ চলছে পার্শ্বশিক্ষকদের। গত দশ দিন ধরে চলছে তাঁদের অনশণ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন করছেন তাঁরা। পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে ইতিপূর্বে সমর্থন জানিয়েছে বিজেপি। রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের আন্দোলন মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এবার তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে তাঁদের দাবি আদায় করতে রাজ্য সরকারকে চেপে ধরলেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপি নেতা মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি পার্শ্বশিক্ষকদের আন্দোলন বিষয়ে সদর্থক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এদিকে গত শনিবার পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে ছিলেন প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, পার্শ্ব শিক্ষকদের দাবি হলো ন্যায় সঙ্গত দাবি। তাঁদের সঙ্গে বঞ্চনা করছে রাজ্য সরকার। তিনি অভিযোগ করেছেন যে, এতদিন ধরে তাঁরা অনশন করছেন, কিন্তু সরকার তাঁদের কথা শুনছে না। সরকার যা করছে তা বাংলার রাজনীতি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন করে, তাঁদের পশে থাকার বিশেষ আশ্বাস দিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী। তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যদি সরকার গঠন করে, তবে তাঁদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে বিজেপি। তাঁর এই আশ্বাসের পর এই বিষয় নিয়ে বিশেষভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে বিজেপিকে। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি নেতা মুকুল রায়।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পার্শ্বশিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন, তাঁদের অবস্থান-বিক্ষোভ তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা বৃদ্ধির ঘোষণা করেও তাঁদের বিশেষ একটা সন্তুষ্ট করতে পারেন নি। গত রবিবার বিকেলে শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে ধর্মতলাতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তবে, গতকাল শিক্ষামন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখিয়েছেন একাধিক শিক্ষক। এ ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপরেই পার্শ্বশিক্ষকদের দাবি নিয়ে রাজ্য সরকারের চাপে ফেলতে এই বিশেষ উদ্যোগ নিল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে এই ইস্যুতে যথেষ্ট বিপাকে ফেলে দিতে পারে বিজেপি। এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!