এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা নির্বাচনের প্রচারে কত টাকা খরচ হয়েছিল বিজেপির? গোপন রিপোর্টে চোখ কপালে

বিধানসভা নির্বাচনের প্রচারে কত টাকা খরচ হয়েছিল বিজেপির? গোপন রিপোর্টে চোখ কপালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপি তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল, কিন্তু নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। শীর্ষ নেতারা প্রায়ই রাজ্যে এসেছিলেন নির্বাচনের প্রচারে। যাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বহু কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে কোটি কোটি টাকা বেরিয়ে গেছে বিজেপির।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন যে, বিজেপির অধিকাংশ নেতাকর্মী সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তিনি নিজে দলীয় কর্মীর বাড়িতে রাত কাটান। সেখানে খান। তবে তিনি শুনেছেন যে, বিধানসভা নির্বাচনের সময় কয়েকটি হোটেল দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া হয়েছিল। ভালো ফল লাভের উদ্দেশ্যে হয়তো বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছিল।

দিলীপ ঘোষ যদিও দাবি করেছেন যে, বিজেপির নেতারা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু নেতাদের থাকা, খাওয়ার জন্য বিরাট আয়োজন করা হয়েছিল। একাধিক বিলাসবহুল হোটেল, গেস্ট হাউস এজন্য ভাড়া করা হয়েছিল। এই ভাড়া দিতে গিয়েই খরচ হয়ে গেছে কয়েকশো কোটি টাকা। এ ছাড়া খাওয়া-দাওয়ার উদ্দেশ্য খরচ হয়েছে বহু কোটি টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার জন্য কলকাতার একটি পাঁচতারা হোটেলের ৩৪ তলার বেশ কিছুটা অংশ ভাড়া নেয়া হয়েছিল। যেখানে তাঁদের থাকার ব্যবস্থাও যেমন হত, তেমনই বৈঠকের ব্যবস্থাও করা হতো। যার যার জন্য ব্যাপক বিল মেটাতে হয়েছে বিজেপিকে। আবার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেল ভাড়া নেওয়া হয়েছিল। যেখানে একাধিক মন্ত্রী ছিলেন। এই হোটেলের ভাড়া মেটাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে।

এজেসি বোস রোডে একটি হোটেলের প্রচুর বিলাসবহুল রুম ভাড়া নেওয়া হয়েছিল ৫০ দিনের জন্য। প্রতিটি রুমের ভাড়া দিনে ছিল ৪ হাজার টাকা। আবার এই হোটেলের সুইমিং পুলের পাশে বেশ কিছু অংশ ভাড়া নিয়ে একটি মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছিল। যার ভাড়া দিনে ২৫ হাজার টাকা। কেন্দ্রীয় মন্ত্রী, অন্যান্য রাজ্যের মন্ত্রী ও তাঁদের নিরাপত্তা রক্ষীদের জন্য দিনে প্রায় দু লক্ষ টাকা খরচ হয়ে যেত বিজেপির। আবার এক্সাইড মোড় এর কাছে একটি গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল যেখানে ছিল ২০ টি ঘর। প্রতিটি ঘরের ভাড়া দিনে ২ হাজার টাকা।

বড় বাজারে একটি গেষ্ট হাউজ ভাড়া করা হয়েছিল। যার প্রতিটি ঘরের ভাড়া দিনে ১৬০০ টাকা। বিধানসভা নির্বাচনের পূর্বে ব্যাপক অর্থ ব্যয় করেছিল বিজেপি দলের প্রচারের উদ্দেশ্যে। প্রচারের দিক থেকে কোনরকম কার্পণ্য করা হয়নি। কিন্তু এত কিছু করেও দলের কাঙ্খিত ফলাফল আসেনি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেও মাত্র ৭৭ টি আসনে জয়লাভ করে বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে বিজেপিকে। অন্যদিকে বাইরে থেকে বারবার নেতা-মন্ত্রীদের আনার কারণে বিজেপির গায়ে খুব সহজেই অবাঙালি ও বহিরাগতর লেবেল এঁটে দিতে পেরেছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!