এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা নির্বাচনের পূর্বে বিশেষভাবে সতর্ক করা হলো বিজেপি নেতাদের, বাড়ছে তীব্র জল্পনা

বিধানসভা নির্বাচনের পূর্বে বিশেষভাবে সতর্ক করা হলো বিজেপি নেতাদের, বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে শাসকদল তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে নারদ স্টিং অপারেশন চালানো হয়েছিল। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি নেতাদের বিরুদ্ধেও এ ধরনের অপারেশন চলতে পারে বলে, সতর্ক করা হলো বিজেপির সাংগঠনিক বৈঠকে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য নেতাদেরও স্টিং অপারেশন বিষয়ে বিশেষভাবে সতর্ক বার্তা দেয়া হলো এই বৈঠকে।

ইতিপূর্বে নারদ স্টিং অপারেশন ইস্যুতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল। এই প্রসঙ্গ একাধিকবার উত্থাপন করে রাজ্যের শাসক দল তৃণমূলকে মাত করে দেবার চেষ্টা করেছে বিজেপি। এবার আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলও এমন ধরনের প্রতিশোধ নিতে পারে বলে, সতর্ক করা হলো। এদিকে নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত বেশকিছু তৃণমূল নেতা সম্প্রতি রয়েছেন বিজেপিতে। তাই, বিজেপির প্রতিও এমন অস্র প্রয়োগ হতে পারে বলে, বিশেষভাবে সতর্ক করা হলো গতকাল রবিবার বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকেও স্টিং অপারেশনের বিষয় বিশেষভাবে সতর্ক করা হয়েছে বিজেপির বেশকিছু কেন্দ্রীয় নেতাকে। গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশের বিরুদ্ধে স্টিং অপারেশন হবার সম্ভাবনা রয়েছে। এই তিন কেন্দ্রীয় নেতা ছাড়াও স্টিং অপারেশনের বিষয় বিশেষভাবে সতর্ক করা হলো বিজেপির রাজ্য নেতাদেরও।

গতকালের বৈঠকে বিজেপি নেতাদের সতর্ক করে দিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরিচিত ব্যক্তিদের সঙ্গ এড়িয়ে চলতে। দলের কর্মসূচি ও দলের বৈঠক যে সিদ্ধান্ত নেয়া হবে, সেগুলো চূড়ান্তভাবে গোপন রাখতে। দলের বৈঠকের সিদ্ধান্ত কোনভাবেই যেন প্রকাশ না পেয়ে যায়। সে বিষয়ে বিশেষ সতর্কর্তা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!