এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে চরম সমস্যায় বিজেপি? টিকিট না পাওয়ার আশঙ্কায় দল ছাড়ছেন একের পর এক হেভিওয়েট?

বিধানসভার আগে চরম সমস্যায় বিজেপি? টিকিট না পাওয়ার আশঙ্কায় দল ছাড়ছেন একের পর এক হেভিওয়েট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই কড়া নাড়ছে বিহারের বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে জোটসঙ্গী এলজেপির। যার মূল কারণ হলো, বিজেপি ও এলজেপির মধ্যে আসল সমঝোতার বিষয়টি। এলজেপির অভিযোগ, তাদের উপেক্ষা করে আসন সমঝোতায় বিজেপি অধিক গুরুত্ব দিচ্ছে নীতীশ কুমারের দল জেডিইউকে।

প্রসঙ্গত বিহারের গত বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে লড়াই করেছিল। সেবার বিজেপি ১৭০ টি আসলে লড়াই করেছিল। এবার জেডিইউর সঙ্গে জোট করাতে বিজেপির হাতে আসন রয়েছে ১২১ টি। এর ফলে বিজেপির বেশকিছু গুরুত্বপূর্ণ নেতা এবারের নির্বাচনে টিকিট পাননি। কারণ, একাধিক আসন চলে গেছে নীতীশ কুমারের হাতে। ফলত, টিকিট না পাওয়া বেশকিছু বিজেপি নেতা যোগ দিচ্ছেন এলজেপিতে। এতে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে বিজেপির।

এলজেপির সঙ্গে জেডিইউর বেশকিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। এই অবস্থায় সদ্য পিতৃহারা চিরাগ পাসওয়ানের লোকজন শক্তি পার্টিতে যোগ দিচ্ছেন বিজেপির বেশ কিছু নেতা-নেত্রী। বিজেপি ছেড়ে এলজেপি চলে গিয়েছেন বিহার বিজেপির প্রাক্তন সহ-সভাপতি রাজেন্দ্র সিং। একসময় যাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার সম্ভাবনা ছিল। এছাড়াও বিজেপি ছেড়ে চলে গিয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক ও বর্ষিয়ান নেতা রামেশ্বর চৌরাসিয়া। যিনি জাতীয় স্তরেও পরিচিতি মুখ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী ও বিজেপির প্রাক্তন বিধায়ক ঊষা বিদ্যার্থী যোগ দিয়েছেন এলজেপিতে। আগামী দিনে আরও বেশ কিছু বিজেপি নেতা এলজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এর ফলে কপালে ভাঁজ পড়েছে বিজেপির। ক্ষুব্ধ বিজেপি নেতাদের দাবি জেডিইউ নয়, বিজেপির একমাত্র সঙ্গী হলো এলজেপি। এলজেপি-বিজেপি হলো প্রকৃত এনডিএ জোট।

দলবদলের সমস্যা গ্রাস করেছে লালুপ্রসাদের দল আরজেডিকেও। গতকাল আরজেডি ছাড়লেন ও জেডিইউতে গেলেন ইউপিএ সরকারের প্রাক্তন ও প্রয়াত গ্রামোন্নয়ন মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিংয়ের পুত্র। আবার আরজেডি ছেড়ে আসা বেশকিছু নেতাকে বিধানসভার টিকিট দিয়েছে জেডিইউ ।যাদের মধ্যে আছেন তেজপ্রতাপ যাদবের শ্বশুর চন্দিকা রাই। ফলে ঘুম উড়ছে আরজেডির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!