এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধানসভার লক্ষ্যে বাম-কং ঐক্যকে আরও মজবুত করতে জোটপন্থী নেতাদের ভরসা সেই ইন্দিরা গান্ধীই

বিধানসভার লক্ষ্যে বাম-কং ঐক্যকে আরও মজবুত করতে জোটপন্থী নেতাদের ভরসা সেই ইন্দিরা গান্ধীই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দল বাম ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মূল প্রতিপক্ষ হলো রাজ্যের শাসকদল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবার বাম কংগ্রেস জোটের ঐক্যকে মজবুত করতে ইন্দিরা গান্ধীর জন্মদিনে কেক কাটতে দেখা গেল বাম, কংগ্রেস নেতাদের।

আসন্ন বিধানসভা নির্বাচনে সাফল্যের লক্ষ্যে জোটকে মজবুত করতে বাম ও কংগ্রেস বিশেষ উদ্যোগ নিল। আগামী ২৩ সে নভেম্বর বাম কংগ্রেসের যৌথ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী, ২৬ সে নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে মিছিলের আয়োজন করা হবে বলে, জানানো হয়েছে। এদিকে উৎসব শেষ হতেই আগামী দিনের কর্মসূচি নিয়ে বাম ও কংগ্রেস নেতারা বৈঠকে বসলেন। গত মঙ্গলবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্র প্রমুখ বাম নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন অধীর চৌধুরী, আবদুল মান্নান প্রমুখরা।

তাঁরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন আর এস পি নেতা মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়, সিপিআই নেতা অশোক রায় প্রমুখরা। বৈঠকে বিমান বসু জানালেন, বাম ও কংগ্রেস যৌথভাবে আন্দোলন করবে। তিনি আরও জানিয়েছেন যে, আগামী ২৬ সে নভেম্বর সাধারণ ধর্মঘটের প্রচারের জন্য বেশ কিছুদিন ধরে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচী পালন করা হবে। এর পরবর্তী কর্মসূচি ঠিক করতে আবার বৈঠক ডাকা হবে। আগামী ২৩ সে নভেম্বর কলকাতায় ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়ন ও একাধিক সংগঠনের মিছিলে বাম ও কংগ্রেস যৌথভাবে যোগ দেবে। যে মিছিল ধর্মতলা থেকে শুরু হয়ে হেদুয়া পর্যন্ত যাবে বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন, ” বাম কংগ্রেস একসঙ্গে লড়বে, একসঙ্গে জিতবে এবং সরকার গড়বে।” তাঁর দাবি, বাম, কংগ্রেস জোট শক্তিশালী হচ্ছে বুঝেই জোটের ঘর ভাঙার জন্য কেউ কেউ চেষ্টা চালাচ্ছেন। তবে তাঁর দাবি, কেউ তাদের নেতাদের অন্য দলে টেনে নিতে পারবেন না। তিনি জানালেন যে, যারা এদের নেতা বানান, সে সমস্ত কর্মী ও সমর্থকদের মনোভাব বদলে দেওয়া সহজ নয়। লড়াইয়ের সময় মাঠে নামবেন তাঁরা। অন্যদিকে আগামী নির্বাচনের আসন রফার বিষয় নিয়ে পরে আলোচনা করা হবে বলে জানান তিনি। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগে আন্দোলন, পরে হবে আসন ভাগ।

এদিকে বাম কংগ্রেসের জোটকে শক্তিশালী রাখতে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে গতকাল ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করতেন বাম ও কংগ্রেস নেতারা। ইন্দিরা গান্ধীর জন্মদিনে গেরুয়া রঙের কেক কাটা লাল রঙের ছুরি দিয়ে। এভাবে, হাতে হাত ধরে বাম কংগ্রেসের জোট আগামী দিনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিল। অধীর চৌধুরী ও সূর্যকান্ত মিশ্র জোটের ঐক্যের’ বার্তা দিয়ে যৌথ আন্দোলন এর সিদ্ধান্ত ঘোষণা করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!