এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধাননগরের মেয়র কে হতে পারেন,অনেক নাম থাকলেও গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এঁনাকেই বাছছেন নেত্রী, জল্পনা এমনটাই

বিধাননগরের মেয়র কে হতে পারেন,অনেক নাম থাকলেও গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এঁনাকেই বাছছেন নেত্রী, জল্পনা এমনটাই


সব্যসাচী দত্ত নিজের পদ থেকে সরে গেছেন তাই এবার খোঁজ মেয়রের। জোট দমে চলছে তল্লাশি। উঠে এসেছে তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তীর নামও। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তীর রেষারেষি থামাতে এবার নাকি সুজিত বসুকে মেয়রের পদে বসানোর প্রস্তুতি শুরু করেছে শাসকদল। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ শাসকদল। প্রশ্নের উত্তর আসছে এখনো কিছু ঠিক হয়নি।

জল্পনা বাড়ার কারণ শোনা যাচ্ছে দক্ষিণ দমদমের ভোটার সুজিত বসু এদিন বিধাননগরের ভোটার হতে চেয়ে বিধাননগরের এসডিও-র কাছে একটি আবেদন করেছেন তিনি ও তাঁর স্ত্রী। যেহেতু পুরসভার মেয়র হতে গেলে, সেই পুর এলাকার ভোটার হতেই হয় তাই বেড়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাছাড়া নতুন আইনে কাউন্সিলর না হয়েও, এখন কেউ মেয়র হতে পারেন। ফলে যদি সুজিত বসু বিধাননগরের আগামী মেয়র হন, তবে তিনিই হবেন এ রাজ্যের প্রথম মেয়র, যাঁর ক্ষেত্রে এই আইনটি প্রথমবার কার্যকর হবে।পাশাপাশি প্রশ্নও উঠছে যে তবে কি এমন হতে পারে ভেবেই আইন আনা হয়েছে পুরসভায়?

এছাড়া দলের একাংশের মতে, সব্যসাচী দত্ত-র সাথে সুজিত বসুর দলাদলির কথা অজানা নয় কারুর। ফলে সুজিত বসুকে সেই পদ দিয়ে সব্যসাচী দত্ত-কে মাত দিতে চাইছে। অবশ্য সব্যসাচীবাবুর অনুগামীদের মতে, দাদা যে পদের ময় না করে ছেড়ে এসেছে সেই পদ কে পেলো না পেলো তাতে কি এসে যায়। সুতরাং তর্কাতর্কি চলছেই। এখন দেখার কে বসেন মেয়র পদে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!