এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ করে ফুলে-ফেঁপে ওঠা জয়প্রকাশ কাণ্ডে নয়া মোড়! চাপ বাড়িয়ে তদন্তে এবার বিধাননগর পুলিশ

হঠাৎ করে ফুলে-ফেঁপে ওঠা জয়প্রকাশ কাণ্ডে নয়া মোড়! চাপ বাড়িয়ে তদন্তে এবার বিধাননগর পুলিশ


উত্তরবঙ্গের প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের ঘটনা। আর সেই ঘটনারই তদন্ত করতে দক্ষিণ দিনাজপুরে পা রাখছেন কলকাতার বিধাননগর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। যার ফলে এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলাজুড়ে। জানা গেছে, সম্প্রতি ভিন রাজ্যের চার জনকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের পতিরামের মন্দিরে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে জয়প্রকাশ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আর এরপরই জয়প্রকাশবাবুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে তাঁর এক কেজি সোনা, এক লক্ষ টাকা নগদ সহ বিভিন্ন সম্পত্তি সেই মন্দির থেকে উদ্ধার হয়। এছাড়াও জয়প্রকাশবাবুর বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি এবং ধর্ষণের অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্দির তৈরি করে, সেই মন্দিরের আড়াল থেকে কি কাজ করতেন জয়প্রকাশ সরকার, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আর জয়প্রকাশ সরকারকে নিয়ে দক্ষিণ দিনাজপুরে যখন এই চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক তখনই তার বিরুদ্ধে তদন্ত করতে এবার ময়দানে নামছে বিধাননগর পুলিশ কমিশনারেট। কিন্তু হঠাৎ কেন দক্ষিণ দিনাজপুরের এই ব্যক্তির বিরুদ্ধে তদন্তে নামছে কলকাতার বিধাননগর পুলিশ? একাংশের দাবি, জয়প্রকাশবাবুর নামে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

আর তার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া হাতে নিতে চাইছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “ধৃত জয়প্রকাশ সরকারের বিরুদ্ধে কলকাতার বিধানগর পুলিশ কমিশনারেটে একটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। সেখান থেকে তদন্তকারী দল খুব শীঘ্রই এখানে আসবে। গতকাল ধৃতকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হয়ে গেলে সব জানানো হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বিধাননগর পুলিশ কমিশনারেট দিনাজপুরের এই ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়ে পা রাখায় জয়প্রকাশ সরকার যে বড়সড় কোনো চক্রের সঙ্গে জড়িত, তা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে তদন্তকারীদের কাছে। এখন বিধাননগর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল দক্ষিণ দিনাজপুরে এসে জয়প্রকাশবাবুকে জেরা করে কোন রহস্য উন্মোচন করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!