এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে প্রার্থী বাছাইয়ে নেমে পড়ল বিজেপি, জেনে নিন যোগ্যতা!

বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে প্রার্থী বাছাইয়ে নেমে পড়ল বিজেপি, জেনে নিন যোগ্যতা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে যেখানে বিজেপির বাংলায় মুখ কে হবে সেটা নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, সেখানেই সম্প্রতি নিজেদের ভোটের লক্ষ্যে অবিচল থাকতে প্রার্থী বাছাইয়ের কথা জানা গেছে। জানা গেছে, এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি বিজেপি দখল করেছে। আর তাই সেদিকে নজর রেখেই এবারে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকেই লক্ষ্য করেছে তারা।

এই অবস্থায় কোনও ভাবেই যাতে দলের মধ্যে বিধানসভার প্রার্থীপদ নিয়ে লড়াই না শুরু হয়ে, বস্তুত সেদিকে নজর দেওয়া হচ্ছে বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। আবার অনেকের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য বিজেপির দুই নেতার অনুগামীদের মধ্যে লড়াই তত বাড়ছে। একাধিকবার নতুন ও পুরনো ইস্যু নিয়েও দু’পক্ষের মধ্যে বচসা হয়েছে বলেও জানা গিয়েছিল।

আর পরবর্তিতে যাতে সেই অবস্থার পুনরাবৃত্তি না ঘটে তাই সেটার থেকে রেহাই পেতেই বিজেপি নেতৃত্ব আগাম পরিকল্পনা করছে বলেই মনে করেছেন কেউ কেউ। অন্যদিকে, যদিও বিজেপি দাবি করেছে তাদের দলে কোনো কোন্দল নেই, তবুও তৃণমূল দাবি করেছে, বিজেপির মধ্যে কোন্দল বেধেছে। আর তাই তারা নানা বৈঠক করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেই দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অর্ঘ্যরায় প্রধান জানিয়েছেন, ‘‘আমাদের মধ্যে কোনও কোন্দল নেই। বিজেপি নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছে। মানুষ বিজেপির উপরে ক্ষুব্ধ।’’ অন্যদিকে, কিছুদিন আগে কোচবিহার তথা উত্তরবঙ্গের ৮ জেলার শীর্ষ নেতাদের নিয়ে অমিত মালব্য এবং শিবপ্রকাশকে বৈঠক করতে দেখা গিয়েছিল।

সেখানে আলাদা ভাবে প্রত্যেক নেতার সঙ্গে কথা বলে তাদের ইচ্ছের কথা জেনে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। সেইসঙ্গে স্থানীয় যেসব বিষয় ভোটে ইস্যু হতে পারে সেগুলি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও ওই বৈঠকের বিষয়ে বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কিছু জানাতে চায়নি, তবুও দলের কোচবিহার জেলার সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, ‘‘সম্পূর্ণ সাংগঠনিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

তাঁর কথায়, “কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধে রাজ্য সরকার সাধারণ মানুষকে দিচ্ছে না, সে-সব নিয়ে প্রচারে নামা হবে। তা নিয়েও আলোচনা হয়েছে।’’ সেইসঙ্গে অন্য এক বিজেপি নেতার কথায়, ‘‘কে প্রার্থী হতে চান এবং কে সাংগঠনিক কাজ করতে চান তা জেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।” আর সে ভাবেই দলের পরবর্তী পদক্ষেপ হবে বলেও জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!