এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিধানসভার আগে হাতে আসছে নতুন ‘অস্ত্র’! খুশির হাওয়া রাজনৈতিক দলগুলিতে? জানুন বিস্তারিত

বিধানসভার আগে হাতে আসছে নতুন ‘অস্ত্র’! খুশির হাওয়া রাজনৈতিক দলগুলিতে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এতদিন সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বন্ধ ছিল সমাবেশ। সে ধর্মীয় হোক বা রাজনৈতিক বা যেকোনো সামাজিক, কোনো রকম সমাবেশ করা যাবে বলেই জানিয়ে দেওয়া হয়। এরই মধ্যে আনলকের এক একটি ধাপে ধীরে ধীরে খুলে গেছে বিভিন্ন ক্ষেত্র। কিন্তু সেখানে কিন্তু বাঁধাই পড়ে থেকে সমাবেশের বিষয়টি। কারণ সামাজিক দূরত্ব মেনে চলাটা করোনা সতর্কতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। অন্যদিকে বিধানসভা ভোটার আর বেশি দেরি নেই। তাই সমাবেশের আয়োজন করতে না পারলে ভালো করে প্রচার করা সম্ভব হবে না, সেই আশঙ্কাও প্রকাশ পেয়েছিল।

তাই এবার সম্ভবত সেই ভাবনা থেকেই আনলক প্রক্রিয়ায় নতুন ঘোষণা রাজনৈতিক মহলে খুশির হাওয়া আনবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই বিহার ছাড়া আরও ১১টি রাজ্যে রয়েছে উপনির্বাচনের খাঁড়া। যাদের মধ্যে রয়েছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, কর্নাটক, হরিয়ানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড ও ওড়িশা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সব রাজ্যের রাজনৈতিক দলগুলির উদ্দেশে জানিয়ে দেওয়া হয় যে, রাজনৈতিক সমাবেশ করা যাবে। তবে এই সমাবেশ করার সময় অবশ্যই করোনা সংক্রান্ত সব রকমের সতর্কতা মেনে চলা বাধ্যতামূলক। তাই ৩০শে সেপ্টেম্বর নতুন যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে যা যা নিয়ম আছে, তা প্রাথমিকভাবে পালন করতে হবে সকলকেই। এছাড়া কনটেনমেন্ট জোনের বাইরে থাকা এলাকাগুলিতেই একমাত্র রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ৩০শে সেপ্টেম্বর আনলক ৪ পর্বের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এরপর শুরু হওয়ার কথা ছিল অনলকের পঞ্চম পর্যায়। তবে এর আগেই নয়া গাইডলাইন জারি করতে দেখা গেছে কেন্দ্রীয় সরকারকে। সেখানে জানানো হয়েছে যে, ১৫ই অক্টোবরের পর স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার খোলা যাবে। তবে সিনেমা হল বা থিয়েটারে দর্শক সংখ্যা অর্ধেকই থাকবে আপাতত। তবে প্রশ্ন ওঠে যে এখনই এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? এখানে জানাগেছে যে, যেহেতু দেশে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি তাই তা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। এই অবস্থায় অল্প কিছু লোকজন নিয়ে রাজনৈতিক সভা বা সমাবেশ করার ক্ষেত্রে ভাবতে পারছে কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০শে সেপ্টেম্বরই আনলক ৫’এর নতুন গাইডলাইন প্রকাশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে বলা হয়, যে বারোটি রাজ্যে সামনেই নির্বাচন রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে। ফলে সংশোধিত গাইডলাইনে বলা হয়, ওই সব রাজ্যগুলিতে এখন থেকেই রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। ফলত আগের গাইডলাইনে যেখানে ১৫ই অক্টোবর পর্যন্ত এই ধরনের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, সেখানে অক্টোবরেই বিহারে বিধানসভা নির্বাচনে এই সুবিধা পাবেন সকলেই। ফলত ২৮শে অক্টোবর, ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বর – তিন দফায় ভোট হবে সেখানে। কিন্তু এখনও পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সেখানে কোনও প্রচার করা সম্ভব হলেও এবার অবশ্য তাতে আর কোনো বাধা থাকবে না বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!