এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা নির্বাচনে হেরে যাবার পর এবার পুরনো জায়গাতেই ফেরত যাচ্ছেন বিজেপির এই হেভিওয়েট

বিধানসভা নির্বাচনে হেরে যাবার পর এবার পুরনো জায়গাতেই ফেরত যাচ্ছেন বিজেপির এই হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পক্ষ থেকে 18 জন সাংসদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন স্বপন দাশগুপ্ত। তাঁর ক্ষেত্রে অবশ্য বিষয়টি অন্যরকম ছিল। বাকিরা লোকসভার সাংসদ হলেও স্বপন দাশগুপ্ত ছিলেন রাজ্যসভার সাংসদ। এবং তাঁকে মনোনীত করেছিলেন যেহেতু রাষ্ট্রপতি তাই নিয়মানুযায়ী তাঁকে তাঁর সাংসদ পদ ছেড়ে এসে লড়তে হয়েছিল তারকেশ্বর থেকে। যদিও তিনি একুশের বিধানসভা নির্বাচনে হেরে যান এবং আপাতত তিনি পুরনো জায়গাতেই ফিরছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে তিনি যখন একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, তখন তাঁর রাজ্যসভার সাংসদ পদ ছাড়া নিয়ে একটি বিতর্কের সূত্রপাত হয়। কোনো বিতর্ককে মাথাচাড়া দিতে না দিয়ে স্বপন দাশগুপ্ত কালবিলম্ব না করে নিজেই পদত্যাগ করেন। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যসভার সাংসদপদ ত্যাগ করে এসে লড়াইতে নামলেও তিনি জিততে পারেননি। শোনা যাচ্ছে, আবারও স্বপন দাশগুপ্ত ফেরত যাচ্ছেন সেই রাজ্যসভাতেই। রাজ্যসভায় স্বপন দাশগুপ্তর মেয়াদ রয়েছে আগামী 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এর মাঝেই শোনা যাচ্ছিল, পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হতে চলেছেন স্বপন দাশগুপ্ত দিলীপ ঘোষের বদলে। কিন্তু এই গুঞ্জনকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে জানা গিয়েছে রাজ্যসভার সাংসদ পদ পুনরায় অধিগ্রহণ করতে চলেছেন স্বপন দাশগুপ্ত। এই নিয়ে ইতিমধ্যে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যসভায় স্বপন দাশগুপ্ত চলে যাওয়ায় একটিমাত্র সাংসদ আসন খালি হয়ে রয়েছে। এবং সেখানেই তিনি রাষ্ট্রপতির মনোনয়নের ভিত্তিতে আবারও ফিরে যেতে চলেছেন।

স্বপন দাশগুপ্তর সাংসদ পদের সময়সীমা যেহেতু এখনো বাকী তাই তাঁকে ফিরিয়ে নেওয়াই বাঞ্ছনীয় বলেই মনে করেছেন কেন্দ্রীয় গেরুয়া নেতৃত্ব। এবারের নির্বাচনে লোকসভার সাংসদ হয়েও বিধানসভা নির্বাচনে বিধায়ক পদের জন্য লড়াইয়ে নেমেছিলেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় সহ অনেকেই। অবশ্য তাঁদের লোকসভার সাংসদ পদ ছাড়তে হয়নি। হেরে যাবার পর তাঁরা আবার সাংসদ পদে আসীন হয়েছেন। তবে জিতলে তাঁরা কী করতেন তা অবশ্য আলোচ্য বিষয়। জিতেও যেমন বিজেপির দুই সাংসদ লোকসভাতেই ফেরত চলে গিয়েছেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!