এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আবহে চরমে কোন্দল! হেভিওয়েট নেতার মৃত্যুতে পুত্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক আরেক নেতা

বিধানসভার আবহে চরমে কোন্দল! হেভিওয়েট নেতার মৃত্যুতে পুত্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক আরেক নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নির্বিঘ্নেই মিটেছে। আর এবার রাত পোহালেই শুরু হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের আবহে এবার সামনে এসেছে এনডিএ শিবিরের চরম মতানৈক্য। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমস্যার শুরু হয়েছে বিহারে এনডিএ গোষ্ঠীর অন্যতম শরিক হিন্দুস্থানি আওয়াম মোর্চার এলজেপি শিবিরের অন্যতম জনপ্রিয় নেতা রামবিলাস পাসোয়ানের মৃত্যু ঘিরে সন্দেহ প্রকাশ করায়। সম্প্রতি এলজেপির অন্যতম ধারক ও বাহক রামবিলাস পাসোয়ান সপ্তাহখানেক রোগভোগ করার পর মারা গেছেন।

কিন্তু তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জিতেন রাম মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা। ইতিমধ্যেই প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে চিঠি দিলেন জিতেনরাম মাঝির হিন্দুস্থানি আওয়াম মোর্চা। প্রসঙ্গত, বিহার রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য নাম হল রামবিলাস পাসোয়ান। রাজনৈতিক মহলের মতে তিনি অত্যন্ত সচেতন ও সুকৌশলী রাজনীতিবিদ ছিলেন। গত 8 অক্টোবর তিনি প্রয়াত হন। উল্লেখ্য, তাঁর প্রয়াণের আগেই দলের দায়িত্ব নেন তার ছেলে চিরাগ পাসোয়ান। ইতিমধ্যেই যিনি নিতিশ কুমার এর বিরোধিতা করে এনডিএ জোট ছেড়েছেন।

কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়ে যাচ্ছেন। রামবিলাস পাসোয়ান এর মৃত্যতে তাঁর পুত্র চিরাগ পাসোয়ানের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে এনডিএ জোটের অন্যতম শরিক জিতেন্দ্র মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা। ইতিমধ্যেই হিন্দুস্তানি আওয়াম মোর্চার এক নেতা জানিয়েছেন, রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে চিরাগ পাসওয়ান কতটা শোকাতুর হয়েছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ, বাবার মৃত্যুর পরে পরেই তাঁকে হাসিমুখে ভিডিও শ্যুট করতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যেই জিতেনরাম মাঝি যে চিঠি পাঠিয়েছেন সেখানেও বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যে একটি হলো- কার নির্দেশে হাসপাতাল থেকে রামবিলাস পাসোয়ানের মেডিকেল বুলেটিন দেওয়া হতো না? এবং কেন রামবিলাস পাসোয়ান এর সঙ্গে মাত্র তিনজনকেই দেখা করতে দেওয়া হয়েছিল? অন্যদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চার এই ধরনের অভিযোগের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ান। রামবিলাস পাসওয়ানের মৃত্যুকে নিয়ে যে প্রবল রাজনীতি হচ্ছে, সে ব্যাপারে স্পষ্ট অভিযোগ জানান এদিন তাঁর পুত্র। পাল্টা চিরাগ পাসওয়ান জিতেনরাম মাঝিকেও তীব্র কটাক্ষ করে বলেন, তাঁর বাবা হাসপাতালে ভর্তি থাকাকালীন কিন্তু কোনোরকম উদ্বেগ প্রকাশ করেননি জিতেনরাম মাঝি।

সবমিলিয়ে হঠাৎ করেই বিহারে দ্বিতীয় দফার নির্বাচনের আগে রামবিলাস পাসোয়ান এর মৃত্যু ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা। আর তাই নিয়েই এবার বিজেপির সমর্থনকারী দুইদলের মোক্ষম কলহ দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বিহার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রামবিলাস পাসোয়ানের মৃত্যুকে ঘিরে এনডিএর অন্যতম শরিক যে প্রশ্ন তুলেছেন, তা কিন্তু বিহারের দ্বিতীয় দফার নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাহলে কী এলজেপিকে কোণঠাসা করার জন্যই হিন্দুস্তানি আওয়াম মোর্চার এহেন পদক্ষেপ? আপাতত এই কোন্দল কোথায় গিয়ে থামে সেদিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!