এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে বড়সড় ধাক্কা বিজেপির? দুই হেভিওয়েট শীর্ষনেতাকে নিয়ে ঘুম উড়ছে গেরুয়া শিবিরের?

বিধানসভার আগে বড়সড় ধাক্কা বিজেপির? দুই হেভিওয়েট শীর্ষনেতাকে নিয়ে ঘুম উড়ছে গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি কিন্তু এখনো উদ্বেগজনক, আর সে ব্যাপারে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সামনেই আছে বিহার বিধানসভা নির্বাচন। আগামী 28 শে অক্টোবর থেকে তিনদফা বিহার বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। এই অবস্থায় বিহার বিধানসভার প্রচার কর্মসূচি এখন প্রায় শেষ পর্যায়ে। আর এই শেষ পর্যায়ে এসে হঠাৎ করেই গেরুয়া শিবিরের 2 হেভিওয়েট শীর্ষনেতা আক্রান্ত হয়েছেন করোনায়, যা রীতিমতো চিন্তা ধরিয়েছে গেরুয়া শিবিরের।

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এরপর তাঁর করোনার পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজেই সেই খবর টুইট করেন দেশবাসীর উদ্দেশ্যে। পাটনার এইমসে তিনি ভর্তি আছেন এইমুহুর্তে। আরও একজন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাও এইমুহুর্তে এইমসে করোনা হওয়ায় ভর্তি রয়েছেন। আর তিনি হলেন বিজেপি নেতা শাহনাওয়াজ হোসেন। সুশীল মোদী অবশ্য জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

কিন্তু পর্যবেক্ষণে থাকার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সমস্ত রকম পরীক্ষা স্বাভাবিক এসেছে বলে তিনি জানিয়েছেন। করোনাকে জয় করে তিনি অতি দ্রুতই নির্বাচনী প্রচারের ময়দানে ফিরে আসবেন সে নিশ্চয়তা দিয়েছেন। শুরুর দিকে হালকা জ্বর থাকলেও গত দুদিন ধরে নতুন করে আর জ্বর আসেনি সুশীল মোদির বলে জানা গেছে। সম্প্রতি ভোটের প্রচারে সুশীল মোদি বেশ কয়েকটি নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন। রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তিনি বক্সার ও ভোজপুর জেলায় নির্বাচনী প্রচারেও গিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির অন্যতম প্রধান মুখ শাহনাওয়াজ হোসেনও বিহার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন, নির্বাচনী সভা করেছেন। বুধবার তিনি আরারিয়া জেলার একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন। বর্ষীয়ান বিজেপি নেতা ট্যুইট করে জানিয়েছেন, তিনি বেশ কয়েকজন করোনা সংক্রামিতর সংস্পর্শে এসেছিলেন, সে কারণেই তিনি নিজে টেস্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসে। তিনি আবেদন রেখেছেন, তার সংস্পর্শে যারা এসেছেন তাঁদের টেস্ট করানোর জন্য।

তবে তিনিও জানিয়েছেন, এই মুহূর্তে চিন্তার বিশেষ কোন কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, বিহার বিধানসভা নির্বাচনে এবার এনডিএ জোট কিছুটা চাপে রয়েছে। কিন্তু সেই অবস্থায় একের পর এক বিজেপি নেতা যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন, তা খুব স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। পাশাপাশি বিহারের করোনা পরিস্থিতি যে এখনো যথেষ্ট উদ্বেগজনক, সেকথাই সামনে আসছে বলে মনে করা হচ্ছে। আপাতত সুস্থ হবার অপেক্ষায় দুই বিজেপি শীর্ষস্থানীয় নেতা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!