এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগেই জেলে যাবেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বিজেপি বিরোধী শিবিরের প্রধান নেতা?

বিধানসভার আগেই জেলে যাবেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বিজেপি বিরোধী শিবিরের প্রধান নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিহার বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা শুরু হয়েছে সেখানে। এ বছরের শেষেই বিহার বিধানসভা নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার আগেই এবার বিরোধী শিবিরের বিরুদ্ধে পদক্ষেপ সরকারের। জানা যাচ্ছে, বিহারের বহিস্কৃত আরজেডি নেতাকে খুনের ঘটনায় এবার 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই ছয়জনের মধ্যে বিহারের হেভিওয়েট নেতা রয়েছেন বলে জানা যাচ্ছে।

এবং তার মধ্যেই তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবের নাম রয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে এই মামলা নিয়ে তেজস্বী যাদব ইতিমধ্যে বলতে শুরু করেছেন কেস সিবিআইকে হস্তান্তর হোক। এই প্রসঙ্গে তেজস্বী যাদব জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তিনি দাবি করেছেন। পাল্টা তিনি জানান, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হয় গ্রেফতার করা হোক না হলে সিবিআইয়ের হাতে এই কেস হস্তান্তর হোক। অন্যদিকে নীতিশ কুমারকেও এদিন হুঁশিয়ার করেছেন তেজস্বী বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশ সূত্রে খবর, যাদের নাম রয়েছে অভিযুক্ত তালিকায়, তাঁদের বিরুদ্ধে কোনোরকম প্রমাণ পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। বিহার পুলিশের সুপারেন্টেন্ড অফ পুলিশ বিশাল শর্মা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে- দুষ্কৃতীরা গুলি করে বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেছেন। প্রসঙ্গত, আরজেডির প্রাক্তন সম্পাদক শক্তি মালিককে কিছুদিন আগে হত্যা করা হয়। নিহতের স্ত্রীরয়অভিযোগ অনুযায়ী সুনিতা দেবী সহ লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অনিল সাধু, কালো পাসওয়ান এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শক্তি মালিকের ফোন খতিয়ে দেখে এবং তাদের আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গত 11 সেপ্টেম্বর আরজেডি থেকে বহিষ্কার করা হয় শক্তি মালিককে। অন্যদিকে শক্তি মালিকের সঙ্গে অভিযুক্ত কালো পাসওয়ানের তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। বিহার বিধানসভা নির্বাচনের আগে এমন একটি ঘটনায় লালুপ্রসাদ শিবিরের নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক সূত্রে বলা হচ্ছে এই ঘটনার রেশ নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব যে অন্য মাত্রা পাবে যা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!