এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার আগেই কলকাতায় মহারণ! জল মাপছে গেরুয়া শিবির

বিধানসভার আগেই কলকাতায় মহারণ! জল মাপছে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেও দীর্ঘদিন ধরেই তাঁরা নিষ্ক্রিয় হয়েছিলেন। 16 মাস পর বিজেপিতে পছন্দসই পদ পাওয়ামাত্রই কথামতো সক্রিয় হলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁদের নতুন অফিস তৈরি হয়ে গিয়েছে মুরলীধর লেনে। বিধানসভা নির্বাচনের আগে কলকাতাসহ রাজ্যের পুরসভা নির্বাচনের তোড়জোর শুরু হয়ে গেছে। আর এই পুরসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখে যুদ্ধে নামছে গেরুয়া শিবির।

সোমবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মেগা রোড শো হবার কথা বিজেপির। যদিও রবিবার পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কোনরকম অনুমতি দেওয়া হয়নি এই রোড শোকে। এদিকে এই মেগা রোড শো নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক জল্পনা। সূত্রের খবর, এই রোড শোতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি এই রোড শোতে অংশগ্রহণ করবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কেন তিনি অংশগ্রহণ করবেন না সে ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় তাঁর ব্যক্তিগত কারণের জন্য তিনি সোমবারের দলীয় অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। একথা তিনি দলকেও জানিয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায়কে আপাতত কলকাতা জোনের অবজার্ভার করা হয়েছে। পাশাপাশি সহ পর্যবেক্ষণে রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মূরলীধর লেনে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য অফিস বরাদ্দ হয়েছে। সোমবার বিজেপির রোড শো এর ওপরে যাবতীয় কৌতুহল টিকে রয়েছে রাজনৈতিক মহলের।

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এই রোডশো হবেই বলে ইতিমধ্যেই জানিয়েছে বিজেপি। তাহলে কি কলকাতা আবার একটি নবান্ন অভিযান এর অনুরূপ মিছিল দেখতে চলেছে? সেক্ষেত্রে কলকাতা যে আবারও উত্তাল হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরসভা নির্বাচনে গেরুয়া শিবির জয়লাভ করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে দেখার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপিকে কতটা মার্কস বাড়িয়ে দিতে পারেন!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!