এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় আজ সৌজন্যের নজির তৃণমূলের, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একই ফ্রেমে

বিধানসভায় আজ সৌজন্যের নজির তৃণমূলের, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একই ফ্রেমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপাল জগদীপ ধনকরের বাজেট বিবৃতি নিয়ে বেশ কিছুদিন যাবৎ ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্যপাল নিজেই আপত্তি জানিয়েছিলেন বিবৃতি নিয়ে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাজেট খসড়া বিবৃতিতে কোনো পরিবর্তন করা হবেনা। প্রসঙ্গত রাজ্যপাল বাজেট অধিবেশনে যে বিবৃতি পড়েন সেটা মূলত লিখে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে আজ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে সৌজন্যতার আদানপ্রদান করতে দেখা গেল। একই ফ্রেমে ধরা দিল দুজনে। কার্যত রাজ্য রাজনীতিতে আজকে প্রায় সবার নজর ছিল বিধানসভার দিকে। কারণ রাজ্যপাল আপত্তি সত্ত্বেও বাজেট বিবৃতি কিভাবে পাঠ করেন, সেদিকেই নজর ছিল সবার।

কিন্তু দেখা গেল, রাজ্যপাল বাজেট বিবৃতি পুরোটা পাঠ করতেই পারলেন না। শুধুমাত্র শুরুর অংশ এবং শেষের অংশ পরেই তাঁকে বিদায় নিতে হলো। তার কারণ রাজ্যপালের বিবৃতিতে রাজ্যের ভোট পরবর্তী হিংসার কোন উল্লেখ নেই বলে বিজেপির বিধায়করা ব্যাপক বিক্ষোভ দেখালেন রাজ্যপালের ডায়াসে নেমে। কিন্তু উল্লেখযোগ্যভাবে আজকে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র বৈরীতা দেখা যায়নি। বরং মুখ্যমন্ত্রী এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। রীতিমতো সৌজন্য দেখান তাঁরা। বিশেষজ্ঞদের মতে, আজকে রাজ্যপালের সামনে সৌজন্যতার অন্য নজির গড়লেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে আজকে রাজ্যপালের ভাষণ পাঠ করতে না দিয়ে কার্যত বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়করা। অনেকেই মনে করেছিলেন, আজকের ভাষণ পাঠ করতে গেলে রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করতে হবে। কারণ তাঁর ভাষণে সেরকমই ইঙ্গিত থাকার কথা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেরকম কোন কিছুই নেই। বরং বরাবরের মতন রাজ্য সরকারের কাজ-কর্মের প্রশংসা আছে এবং সাদামাটাভাবে একটি লাইন শুধু উল্লেখ করা আছে, রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভালো। অর্থাৎ আজ পর্যন্ত রাজ্যপাল যে অভিযোগ করে আসছিলেন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে, কার্যত রাজ্যপালের মুখ থেকে বলিয়ে নিলো তৃণমূল সরকার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটাও ভেঙে পড়ার কিছু হয়নি।

খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সেভাবে সরব হতেও দেখা যায়নি। বরং গত বছর এর থেকে অনেক বেশি বিরোধিতা পূর্ণ বাজেট বিবৃতি পাঠ করতে হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরকে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এক্ষেত্রে তৃণমূল যে অত্যন্ত সুচতুরভাবে রাজনৈতিক হিসাব-নিকাশ করে এগিয়েছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আগামী দিনে রাজনীতিতে নতুন কোন মোড় আসতে চলেছে, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!