এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় বিরোধীদের দখলে মাত্র ২৬ আসন? বাকি সব বিজেপির? নতুন অঙ্কে চমক, সঙ্গে শুরু জল্পনা!

বিধানসভায় বিরোধীদের দখলে মাত্র ২৬ আসন? বাকি সব বিজেপির? নতুন অঙ্কে চমক, সঙ্গে শুরু জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বাংলায় লড়াই ক্রমশ জমে উঠছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। লোকসভা নির্বাচনের শুরু থেকেই গেরুয়া শিবির বাংলায় বিধানসভা নির্বাচনকে রীতিমতো পাখির চোখ করে রেখেছে। এবার একইভাবে গেরুয়া শিবিরের নজর আরেকটি প্রদেশের বিধানসভার দিকে। যদিও সে রাজ্যে ইতিমধ্যেই গেরুয়া শাসন চলছে। কিন্তু সেই রাজ্যে এবার বিজেপি বেশিরভাগ আসন জয়ের টার্গেট রেখে এগোচ্ছে বলে জানা গেছে।

বাংলার পাশাপাশি বিজেপির নজর উত্তর-পূর্ব ভারতের অসমে। অসম বিধানসভা 126 টি আসনবিশিষ্ট। আর সেখানেই বিজেপি এবার 100 আসনে জেতার টার্গেট নিয়ে আসরে নামছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, অসম বিধানসভায় বিজেপি এবার 84 লক্ষ ভোট পাওয়ার দাবি করছে। আর সেক্ষেত্রে 100 আসনে জয়ের কৃতিত্ব আটকানো কারোর পক্ষে সম্ভব নয় বলে দাবী গেরুয়া শিবিরের। এ প্রসঙ্গে অসম বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, আসামে বিজেপির 42 লক্ষ সদস্য এই মুহূর্তে বর্তমান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যেক সদস্য যদি আরেকটি করে ভোট নিয়ে আসতে পারেন, তবে আসামে বিজেপি কাছে 100 আসন জয় করা কোন ব্যাপারই না। অন্যদিকে রাজ্য সভাপতি এদিন আরও জানিয়েছেন, 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি আসামের দু কোটি ভোটারের মধ্যে 75% ভোট পেয়েছিল। অর্থাৎ দু কোটির মধ্যে দেড় কোটি ভোট পড়েছিল বিজেপির ঝুলিতে। এবার 84 লক্ষ ভোট যদি পেতে হয় তাহলে দু কোটি ভোটের অন্তত 56 শতাংশ ভোট পেতেই হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে 2016 সালে আসাম বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84%। তিন বছর আগে আসামের ভোটার ছিল কুড়ি লক্ষ কম এখনের থেকে। 2021 এর বিধানসভা নির্বাচনে যে লড়াই হবে আসামে সেসময় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 2.3 কোটি। সেক্ষেত্রে 84 লক্ষ ভোট কোন ব্যাপারই নয় বলে মনে করছে গেরুয়া শিবির। এদিন বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, অসমের বিজেপি সরকার যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন তাতে গেরুয়াশিবিরের জনপ্রিয়তা ক্রমশঃ ঊর্দ্ধমুখী।

আর উন্নয়নের হাত ধরেই আগামী বিধানসভা নির্বাচন তাঁরা খুব সহজেই জিতে যাবেন বলে দাবি করছেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, আসামে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে সব থেকে বড় বাধা এনআরসি। সূত্রের খবর এনআরসির কারণে আসামবাসীর কাছে গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। এই অবস্থায় আবার যোগ হয়েছে সিএএ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আসাম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি যে দাবী করছে, তা আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!