এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় বিজেপি বিধায়কদের তীব্র বিক্ষোভের মুখে রাজ্যপাল, বিতর্ক তুঙ্গে

বিধানসভায় বিজেপি বিধায়কদের তীব্র বিক্ষোভের মুখে রাজ্যপাল, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে ছিল বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিন। নিয়মানুযায়ী প্রথমদিন রাজ্যপালের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেক্ষেত্রে কদিন ধরেই রাজ্যপালের বিবৃতি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় বক্তৃতা রাখার জন্য যে খসড়া লিখে দেওয়া হয় রাজ্যপালকে সেই খসড়াই পড়তে হয়। আর এখানেই ব্যাপক বিরোধিতা করল রাজ্য বিজেপি শিবির। নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য পাল্টা অভিযোগ করেছেন, রাজ্যপালের জন্য যে বক্তব্য লিখে দেওয়া হয়েছিল, সেখানে রাজনৈতিক হিংসার কোনো কথাই ছিলনা।

আর তাই রাজ্যপাল জগদীপ ধনকর বিবৃতি পড়বার সময় বিজেপি বিধায়করা তুমুল বিক্ষোভ দেখান। সেসময় ভাষণ অসম্পূর্ণ রেখেই সভাগৃহ ত্যাগ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানান, অধিবেশনের প্রথমদিন রাজ্যপালের ভাষণ নিয়ে যে বক্তব্য রাজ্য সরকার লিখে দিয়েছিল, সেখানে ভোট পরবর্তী হিংসার কোন উল্লেখ ছিলনা। পাশাপাশি রাজ্যের ভোট পরবর্তী হিংসার দায় চাপানো হয়েছে নির্বাচন কমিশনের ওপর। আর তাই গেরুয়া বিধায়কদের এই বিক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে বেশ কিছু ছবি দেখিয়ে দাবি করেন, রাজ্যে ব্যাপকভাবে রাজনৈতিক হিংসা হয়েছে। পাশাপাশি তিনি জানান, সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনেই তাঁরা প্রতিবাদ করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী সোমবার বিধানসভায় শোক প্রস্তাবে তাঁরা যোগ দেবেন এবং রাজ্যে ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে যাতে বিধানসভায় আলোচনা হয়, সে কথাও বলবেন। প্রসঙ্গত, রাজ্যে তৃতীয়বার সমস্ত রেকর্ড ভেঙে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃণমূল সরকার নিয়ে।

কিন্তু সরকার গঠনের পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে কেন্দ্রের দ্বৈরথ তৈরি হয়েছে। এবং এই দ্বৈরথে পাল্লা দিয়ে অংশগ্রহণ করেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল শিবির। আর তারমধ্যেই যেভাবে রাজ্যপালকে বিধানসভায় বলতে না দিয়ে গেরুয়া শিবিরের বিধায়করা বিক্ষোভ দেখালেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত রাজ্যপালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা কার্যত বিতর্ক যে আরো বাড়িয়ে দেবে বাংলায়, সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!