এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভায় মাস্টারস্ট্রোক তৃণমূলের? বিজেপির ঘুম ছুটিয়ে রাজবংশী ভোট কাড়তে বিশেষ পরিকল্পনা?

বিধানসভায় মাস্টারস্ট্রোক তৃণমূলের? বিজেপির ঘুম ছুটিয়ে রাজবংশী ভোট কাড়তে বিশেষ পরিকল্পনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেখা যায় উত্তরবঙ্গ থেকে তৃণমূল শিবির পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পর্যালোচনা করলে দেখা যায়, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের রাজবংশীদের পুরো ভোটটাই গেছে বিজেপির দিকে। এই অবস্থায় কোচবিহারে বিজেপি সাংসদ হন রাজবংশী সম্প্রদায়ের নিশীথ প্রামাণিক। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচন হতে আর খুব একটা দেরী নেই। ইতিমধ্যে বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে হইচই।

আর এবার বাংলার শাসক দল উত্তরবঙ্গে কর্তৃত্ব ফিরে পেতে শুরু করেছে বিভিন্ন কৌশল। শোনা যাচ্ছে, ইতিমধ্যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ গোষ্ঠীকে এবার কাছে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। কোচবিহারের রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, গত শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তথা দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠক করেন অনন্ত মহারাজের বিশ্বস্ত নেতা পরেশ বর্মন।

এমনকি জানা যাচ্ছে, পরেশ বর্মনের সাথে তৃণমূলের নেতারা রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ কর্তার সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন এবং তাঁকে ভরসা দেওয়া হয়েছে অনন্ত মহারাজ বাংলায় আসলে পুলিশ তাঁকে কোন সমস্যায় ফেলবে না। যদিও তৃণমূল শিবির থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বৈঠক সংক্রান্ত ব্যাপারে। তবে এইমুহুর্তে অনন্ত মহারাজ রয়েছেন অসমের ধুবরিতে। এমনিতে অনন্ত মহারাজের সঙ্গে গেরুয়া শিবিরের সম্পর্ক রীতিমতো মাখোমাখো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার প্রমাণ পাওয়া গেছে গত লোকসভা নির্বাচনে। একই মঞ্চে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অনন্ত মহারাজকে। তবে এহেন অনন্ত মহারাজের তৃণমূল শিবিরের সঙ্গে গোপন বৈঠকের খবর গেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কানে। আর তাই অনন্ত মহারাজের গতিবিধির উপর এখন রয়েছে কড়া নজর বলে জানা যাচ্ছে। অন্যদিকে খবর, গ্রেটার কোচবিহারের রাজবংশীদের এখন দুটি গোষ্ঠী। একটির মাথায় রয়েছে বংশীবদন বর্মন এবং অন্যটির মাথায় রয়েছেন অনন্ত মহারাজ।

বংশীবদন বর্মন বরাবরই তৃণমূল ঘেঁষা। ইতিমধ্যে তিনি একটি সরকারি পদও পেয়েছেন তৃণমূলের বদান্যতায়। তবে রাজনৈতিক মহলের অনেকের মতে, অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরেই বাংলার বাইরে। তাই বাংলার রাজনীতিতে রাজবংশী ভোটে কতটা প্রভাব ফেলতে পারবেন তিনি তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে বিজেপি কিন্তু ইতিমধ্যেই রাজবংশী ভোট নিজেদের দিকে নিয়ে আসতে যথেষ্ট সাফল্য লাভ করেছে। এই অবস্থায় একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রেস্টিজ ফাইট হয়ে দেখা দিচ্ছে।

অন্যদিকে, তৃণমূল গেরুয়া শিবিরকে বিধানসভা ভোটে টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। সেই সূত্রে, তৃণমূল শিবির রাজবংশীদের ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে। আর সে কারণেই অনন্ত মহারাজের সঙ্গে তাঁদের যোগাযোগ চলছে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশের মতে, গেরুয়া শিবির যেভাবে উত্তরবঙ্গে রাজবংশী ভোট টেনে নিয়েছে, তা ফিরে পেতে তৃণমূল শিবিরকে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে। আপাতত উত্তরবঙ্গ নিয়ে আগামী দিনে কি হতে চলেছে, সেদিকে এবার কড়া নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!