এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধানসভার আগে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটছে অধীর চৌধুরীর? একযোগে বড়সড় ধাক্কা তৃণমূল-বিজেপিকে

বিধানসভার আগে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটছে অধীর চৌধুরীর? একযোগে বড়সড় ধাক্কা তৃণমূল-বিজেপিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে এখন নানা কর্মসূচি নিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। প্রধান বিরোধীদলে খাতায়-কলমে কংগ্রেস হলেও, মানুষের মনে জায়গা করে নিয়েছে গেরুয়া শিবির‌। তাই আগামী দিনে তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রধান লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে বিধানসভা নির্বাচনের আগে এবার আবার স্বমহিমায় ফিরতে শুরু করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর এবার সেই অধীর রঞ্জন চৌধুরীর গড়ে ব্যাপক যোগদান পর্ব অনুষ্ঠিত হল কংগ্রেসে। বিভিন্ন জায়গায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হচ্ছে, ঠিক তখনই অধীর রঞ্জন চৌধুরী নিজের খাসতালুকে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান করিয়ে তৃণমূল এবং বিজেপিকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার মুর্শিদাবাদে বিভিন্ন দল ছেড়ে নানা নেতাকর্মীরা কংগ্রেসে যোগদান করেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হাত শিবিরে নাম লেখান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাদের দলে স্বাগত জানিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “তৃনমূলের ‌ভাঙ্গন সংক্রমণ থেকে রক্ষা করার মত কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি‌। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এখন দলবদলের পালা জমজমাটভাবে চলছে। প্রতিনিয়ত তৃণমূল বিজেপির ঘর ভাঙছে, আবার বিজেপি তৃণমূলের ভাঙছে। আর এই পরিস্থিতিতে কিছুটা অপ্রাসঙ্গিক হতে দেখা গেছে বাম এবং কংগ্রেসকে।

কিন্তু সেই মুহূর্তেই অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল-বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ঘর ভেঙে যেভাবে বিপুল নেতাকর্মীদের নিজেদের দলে যোগদান করালেন, তাতে অধীরবাবু আবার নতুন করে ময়দানে নেমে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার ফলে তৃণমূল এবং বিজেপিকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে বলে মত ওয়াকিবহাল মহলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কংগ্রেসের নেতা কর্মীদের যোগদানের ফলে ঘাসফুল এবং পদ্ম শিবির কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!