এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনেই তিন গুরুত্ত্বপূর্ন বিধানসভা ও লোকসভা, সঙ্ঘের সঙ্গে সম্পর্ক মজবুতে জোর মোদীর

সামনেই তিন গুরুত্ত্বপূর্ন বিধানসভা ও লোকসভা, সঙ্ঘের সঙ্গে সম্পর্ক মজবুতে জোর মোদীর


চলতি বছরে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রাক্‌ পর্বে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সাথে দলীয় সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ তৎপর হয়ে উঠলেন বিজেপি শীর্ষ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর নিজ বাসভবনে আরএসএস নেতাদের আমন্ত্রণ জানালেন। অবশ্য এর আগেই  দিল্লীর উপকণ্ঠে সুরজকুণ্ডে আসন্ন নির্বাচনগুলিতে বিজেপির সাথে সঙ্ঘের মধ্যে সম্পর্ক সমন্বয়ের উদ্দেশ্য বৈঠক শুরু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠকে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি দলের নেতা মন্ত্রী সহ সঙ্ঘের নেতা ভাইয়াজি জোশী, দত্তাত্রেয় হোসবোলে, কৃষ্ণগোপাল প্রমুখ। এদিন ঐ বৈঠকের শেষে বৈঠকে উপস্থিত সকল আরএসএস শীর্ষ নেতাকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে নৈশ ভোজের আমন্ত্রন দেন। যদিও  বিজেপির তরফ থেকে সুরজকুণ্ডে এদিনের বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে এই বৈঠক নিতান্তই সাংগঠনিক সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্য আয়োজিত হয়েছিলো। এর সাথে আসন্ন নির্বাচনের কোন সম্পর্ক নেই। বিজেপির এক নেতা বললেন, ”প্রধানমন্ত্রী বাসভবনে সঙ্ঘ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ করাটা নতুন নয়। মোদী এর আগেও করেছেন। মোদী নিজেও সঙ্ঘের প্রচারক ছিলেন।” কিন্তু এত কিছুর পরেও স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে দেশের রাজধানীতে বিজেপির বিশালাকার দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও রাজধানী থেকে দূরে এদিনের বৈঠক আয়োজনের পিছনে কী উদ্দেশ্য রয়েছে ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!