এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় হ্যাটট্রিকের লক্ষ্যে এবার বুথস্তরের সংগঠন ঢেলে সাজাতে চলেছে তৃণমূল, দলেই জল্পনা!

বিধানসভায় হ্যাটট্রিকের লক্ষ্যে এবার বুথস্তরের সংগঠন ঢেলে সাজাতে চলেছে তৃণমূল, দলেই জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি সাংগঠনিক রদবদলের পর এবার জেলায় জেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা বুথস্তরের সংগঠনকে চাঙ্গা করার কাজ শুরু করে দিয়েছেন। মূলত, তৃণমূলের তরফে যে সাংগঠনিক রদবদল করা হয়েছে, তার প্রধান কারণ আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করা। স্বাভাবিক ভাবেই নতুন দায়িত্ব পাওয়ার পর এবার সংগঠনকে চাঙ্গা করতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল কালনার বুলবুলিতলায়। যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা তৃণমূলের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা, জেলা যুব তৃনমূলের সভাপতি রাসবিহারী হালদার সহ দলের নতুন কো অর্ডিনেটরদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আর তারপরেই আগামী দিনে বিধানসভা নির্বাচনে কিভাবে জয় আসবে, তার ব্যাপারে নেতাকর্মীদের বার্তা দেন তৃণমূলের জেলা নেতৃত্বরা। জানা গেছে, আগামী পয়লা জুলাই থেকে কালনা 1 ব্লকের কার্যকরী সভাপতি হিসেবে শান্তি চাল এবং সাধারন সম্পাদক হিসেবে মহিবুল্লা শেখ তাদের দায়িত্ব সামলাবেন। অর্থাৎ দায়িত্ব পাওয়ার পর যেভাবে জেলা নেতারা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় বৈঠকের মাধ্যমে বুথস্তরের সংগঠনকে চাঙ্গা করার কথা বললেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “জেলার বুথে বুথে কিভাবে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে হবে, বৈঠকে তা জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, তা না মানলে দল কড়া পদক্ষেপ গ্রহণ করবে।” একইভাবে দলের বুথভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান নতুন দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর রাসবিহারী হালদার। তবে তৃণমূলের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন বুথের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, এতকিছু করেও লাভের লাভ কিছুই হবে না। 2021 এ ভালো ফল করবে বিজেপি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সংগঠনকে আমূল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রভাবকে মুক্ত করতে চাইছেন। আর তাই বিভিন্ন জেলায় নতুন নেতৃত্ব এনে সংগঠনকে চাঙ্গা করার উপরে সব থেকে বেশি জোর দিচ্ছেন তিনি। আর তারই অঙ্গ হিসেবে নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল তাদের রনকৌশল শুরু করে দিল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূলের এই সংগঠন শক্তিশালী করার উদ্যোগ কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!