এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া কৌশল বাতলে দিলেন অনুব্রত! জেনে নিন

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া কৌশল বাতলে দিলেন অনুব্রত! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কখনও গুড় বাতাসা, আবার কখনও বা চড়াম চড়াম ঢাকের কথা বলে নির্বাচনের আগের বাজার গরম করে দিতে ওস্তাদ তিনি। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে সব সময় খবরের শিরোনামে থাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কোনো নতুন ভোটের ফর্মুলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জারি করেন কিনা, তার দিকে নজর রয়েছে প্রত্যেকের।

এক্ষেত্রে অতীতের গুড় বাতাসা, বা নকুলদানার মতো কোনো চমক থাকে কিনা, সেদিকেও প্রত্যেকের তীক্ষ্ণ দৃষ্টি। কিছুদিন আগেই অনুব্রত বাবু এক সভায় বলে এসেছেন 2021 এর নির্বাচন ভেরি টপ তাই এখনই এরকম কোন বিতর্কিত মন্তব্য না করে দলকে জনসংযোগের ফর্মুলায় যেতে বললেন হেভিওয়েট এই তৃণমূল নেতা‌। সূত্রের খবর, সম্প্রতি বোলপুরে জেলা কমিটির একটি বৈঠক করেন অনুব্রতবাবু। আর সেখানেই আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে মানুষের পাশে থাকতে সকলের ঘরে ঘরে কর্মীদের যাওয়ার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যায় উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে, তাও যাতে মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরা যায়, তার ব্যাপারে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তিনি এই বার্তা দেওয়াতে একপ্রকার স্পষ্ট হয়ে গেছে যে, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির মতো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে তৃতীয়বারের জন্য জয় আনতে গেলে উন্নয়নের উপর ভরসা করে লড়াই করতে হবে।

এদিন এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, “দাদার স্পষ্ট বার্তা, বাড়ি বসে রাজনীতি করা যাবে না। যদি কেউ দেখে বাড়ি বসে রাজনীতি করে, তাহলে তাকে সরিয়ে বিকল্প কাউকে বসানো হবে।” জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের কাছে কি কি তুলে ধরা হবে, তাও জেলা নেতৃত্বের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে ভয়াবহ দুর্যোগে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সহযোগিতা না করা সহ পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রের পক্ষ থেকে অবহেলা, ইত্যাদি বিষয়ে বিজেপির বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে বলে খবর। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য এবং করোনা প্রতিরোধে কিভাবে বাংলার মানুষের পাশে থেকেছে, তাও তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, “করোনা সংক্রমনের কারণে মিটিং মিছিল বা জনসভার মাধ্যমে আমরা আমাদের দলের কথা তুলে ধরতে পারছি না। তাই আমাদের নেতাকর্মীদেরই মানুষের কাছে পৌঁছাতে হবে। দলের নির্দেশ না মানলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে।” তাহলে জনসংযোগের উপর ভিত্তি করে যে অনুব্রত মণ্ডলও 2021 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তা এককথায় পরিষ্কার হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে। তবে তৃণমূল নেতৃত্বের এই জনসংযোগ কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “তৃণমূল নেতাদের দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষ জানে। তাই বাড়ি বাড়ি প্রচার করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক সময়ে বুঝিয়ে দেবে, কে অপপ্রচার চালাচ্ছে।” সব মিলিয়ে এবার লকডাউনের সময় সঠিকভাবে রাজনৈতিক প্রচার না হওয়ায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!