এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে বিজেপি? কি বক্তব্য গেরুয়া শিবিরের? জানুন বিস্তারিত

বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে বিজেপি? কি বক্তব্য গেরুয়া শিবিরের? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য শেষ হলো রাজ্যের বিধানসভা নির্বাচন, আগামী রবিবার যার ফল ঘোষণা। একাধিক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে। কিছু সংস্থা পরিবর্তন, তো কিছু সংস্থা প্রত্যাবর্তনের দাবি রেখেছে। আবার, এবারের নির্বাচনে বিজেপি ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল। তবে, কোনো সংস্থার সমীক্ষায়ই দেখা যাচ্ছে না যে, বিজেপি ২০০ টি আসন পাবে। এবার এই প্রসঙ্গেই বক্তব্য রাখলেন বিজেপির বেশকিছু হেভিওয়েট নেতৃত্ব।

বিজেপি নেতৃত্তের পক্ষ থেকে জানানো হলো যে, পশ্চিমবঙ্গে দু’শোর বেশি আসন পাওয়া বিজেপির কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে ফেলে দিয়ে আসল পরিবর্তন আনতে চলেছে বিজেপি। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য এ প্রসঙ্গে জানিয়েছেন, এক্সিট পোলে যে ফলাফলই দেখানো হোক না কেন?

পশ্চিমবঙ্গে ২০০ এরও বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। তিনি জানালেন, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ও কেউ বলেনি যে, বিজেপি ১৮ টি আসন পাবে। তবে ফলাফলের পর চমকে গিয়েছিলেন সকলে। এবারও ২ রা মে ফলাফলের জন্য সকলকে অপেক্ষা করার নির্দেশ দিলেন তিনি। তিনি জানান, সেদিনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল জানালেন যে, এক্সিট পোলে সঠিক প্রতিফলন ঘটেনি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে পরিবর্তনের হাওয়া দেখা দিয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধিতা করে রাজ্যের মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করেছেন, যেভাবে রাজ্যজুড়ে তোষণের রাজনীতি করেছেন, তাতে তিনি যে এবারের নির্বাচনে বাজেভাবে হারবেন, সে কথা বলাই যায়। তিনি দাবি করেছেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এক্সিট পোল নয়, তাঁরা এগজ্যাক্ট পোলে বিশ্বাসী। তিনি জানালেন, ২ রা মে সমস্ত কিছু বোঝা যাবে। বিজেপি ২০০ এর কাছাকাছি আসন পাবে। তাঁর কথায়, এক্সিট পোল ঠিক নয়, এগজ্যাক্ট পোল যা, তাই ঠিক। তাঁর বিশ্বাস, বিজেপি যেটা চেয়েছিল, সেটাই হবে। কম্ফর্ট মেজরিটি থাকবে। ২০০ র কাছাকাছি আসন পাবে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!