এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একুশের মহাযুদ্ধের আগে ব্যাকফুটে বিজেপি? উত্তরবঙ্গের উর্বর জমিতেও ক্রমশ চওড়া সংগঠনের ফাটল?

একুশের মহাযুদ্ধের আগে ব্যাকফুটে বিজেপি? উত্তরবঙ্গের উর্বর জমিতেও ক্রমশ চওড়া সংগঠনের ফাটল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথভিত্তিক সংগঠনে সব থেকে বেশি জোর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন এলাকায় সংগঠনকে চাঙ্গা করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে গেরুয়া শিবির। আর তারই অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কিন্তু জলপাইগুড়িতে বিজেপি তাদের এই কর্মসূচি শুরু করলেও, বারেবারেই সেখানে হোঁচট খেতে হচ্ছে পদ্ম শিবিরের নেতাদের।

জানা গেছে, বেশ কিছুদিন হল জলপাইগুড়িতে বিজেপি তাদের এই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। যার ফলে অস্বস্তি তৈরি হয়েছে জেলা বিজেপির অন্দরমহলে। একাংশের দাবি, পুজোর মধ্যে বিজেপি গোটা জেলায় 6 লক্ষ প্রাথমিক সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে বর্তমান সময় পর্যন্ত মাত্র 24 হাজার প্রাথমিক সদস্য গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে। ফলে আগামী দিনে সদস্য সংগ্রহের ক্ষেত্রে লক্ষাধিক টার্গেট নেওয়া গেরুয়া শিবির কিভাবে তাদের টার্গেট পূরণ করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দলের অন্দরে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তারা।আর এই পরিস্থিতিতে আগামী দিনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যদি বিজেপিকে আবার উত্তরবঙ্গে ভালো ফল করতে হয়, তাহলে তাদের সদস্য সংগ্রহ যে অনেকটাই বাড়াতে হবে, তা বুঝতে পেরেছে বিজেপির রাজ্য আর কেন্দ্রীয় নেতৃত্ব।

আর তাই এখন সদস্য সংগ্রহের উপর সবথেকে বেশি জোর দিতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু আলিপুরদুয়ার জেলায় যেভাবে বিজেপি এই কর্মসূচিতে পিছিয়ে যাচ্ছে, তাতে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে বিজেপি নেতাদের কপালে। কিভাবে সদস্য সংগ্রহকে আরও বেশি করে বাড়ানো যায়, কিভাবে আরও বেশি সংখ্যক মানুষকে নিজেদের দিকে টানা যায়, তা নিয়ে এখন পরিকল্পনা শুরু করেছেন বিজেপি নেতারা। যদিও বা বিজেপির এই সদস্য সংগ্রহ কর্মসূচিতে খুব একটা সাফল্য না আসায় তাদের পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। যার জেরে আরও চাপে পড়েছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কিষান কল্যাণী বলেন, “বিজেপি ভুল বুঝিয়ে কিছু মানুষকে নিজেদের দিকে নিয়ে গিয়েছিল। তার পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার আমাদের কাছে ফিরে এসেছেন। প্রতিদিনই বিজেপি ছেড়ে প্রচুর সংখ্যক মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। মানুষ বিজেপির সঙ্গে থাকতে চাইছে না। অল্প কয়েকদিনের মধ্যেই আমরা বড় ধরনের দলবদল কর্মসূচি করব। তাতে জেলার বড় মাপের বেশ কয়েকজন বিজেপি নেতা যোগ দেবেন।”  যদিও বা তৃণমূলের এই দাবি মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি টাউন ব্লকের বিজেপির সভাপতি জীবেশ দাস বলেন, “অনেকেই আমাদের সঙ্গে যোগ দিতে চাইছেন। কিন্তু সরাসরি থাকতে চাইছেন না। এর জন্য তৃণমূল দায়ী।” অন্যদিকে এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী বলেন, “আমরা কিছুদিন ধরেই সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করছি। কয়েক হাজার মানুষ প্রাথমিক সদস্য হয়েছেন। প্রতিটি বুথে যাতে বেশি সংখ্যক মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করা যায়, সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। পুজোর পরে আমরা নির্দিষ্ট লক্ষ্যপূরণ করতে পারব।” তবে এখন দেখার বিষয়, বিজেপি পুজোর মধ্যে তাদের যে নির্দিষ্ট কর্মসূচি এবং টার্গেট বেঁধে দেওয়া আছে, তা পূরণ করতে পারে কিনা! যার দিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!