এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার আগে আরও পোক্ত শুভেন্দু-গড়! একাধিক প্রভাবশালী নেতা সহ দলে-দলে বিরোধীদের যোগ তৃণমূলে

বিধানসভার আগে আরও পোক্ত শুভেন্দু-গড়! একাধিক প্রভাবশালী নেতা সহ দলে-দলে বিরোধীদের যোগ তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২১ শে জুলাই এর তৃণমূল শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে চলে যাওয়া প্রাক্তন তৃণমূল সদস্যদের পুনরায় তৃণমূলের যোগদানের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি অন্যান্য দলের সদস্যদেরও তৃণমূল দলে যোগদানের আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর থেকেই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কাজে লেগে পড়েন শাসক দলের রাজনৈতিক উপদেষ্টা পিকে। এরপর থেকেই অন্য দলের সদস্যদের তৃণমূলে যোগ দেবার একটা বিরাট হিড়িক শুরু হয়। গত একমাস ধরে দেখা যাচ্ছে অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান এর স্রোত। সম্প্রতি শুভেন্দু গড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করল তৃণমূল। গতকাল পাঁচ জন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী বিজেপি, সিপিএম ও কংগ্রেস ত্যাগ করে তৃণমূল দলে যোগদান করলেন।

প্রতিদিন দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সিপিএম, বিজেপি, কংগ্রেস থেকে অসংখ্য সদস্য তৃণমূলে যোগদান করছেন। সম্প্রতি বিজেপির জনৈক বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলের জনৈক মুখপাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে, আরও দুই বিজেপির হেভিওয়েট তৃণমূলের যোগদানের জন্য অপেক্ষারত। তবে কিছু স্থানে বিপরীত স্রোতও লক্ষণীয়। বেশ কিছু স্থানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বহু কর্মী। শুভেন্দু গড়েই অল্প কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন শতাধিক নেতাকর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে গতকাল ছিল তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ ১০০ জন সিপিএম, কংগ্রেস ও বিজেপি কর্মী তৃণমূল দলে যোগদান করলেন। তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর নেতা হাবিবুর রহমান তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন। গতকাল ১০০ জন কর্মী সহ ৫ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল দলে যোগদান করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে অনেকটা শক্তি বৃদ্ধি করতে সক্ষম হলো তৃণমূল।

গতকালের এই দলবদল এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, সহ সভাপতি রাজ কুমার কুন্ডু, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মদক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা। তৃণমূল দলের কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর নেতা হাবিবুর রহমান সদ্য বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা নব্য তৃণমূলীদের হাতে তৃণমূল দলের পতাকা তুলে দেন।এতজনের একসঙ্গে তৃণমূল দলভুক্ত প্রসঙ্গে তাঁর মতামত, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ঘটাতেই এঁরা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় এলেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!