এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রভাবশালী নেত্রী? বদলে যাবে বহু সমীকরণ? বাড়ছে জল্পনা!

বিধানসভার আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন প্রভাবশালী নেত্রী? বদলে যাবে বহু সমীকরণ? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৬ সালের ডিসেম্বর মাসে এডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু হয়। এরপর এডিএমকে দলে তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শশিকলা মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্নীতি মামলায় বেঙ্গালুরু আদালত তাঁকে কারাদণ্ডের নির্দেশ দেয়। সুপ্রিমকোর্টে গিয়েও তাঁর সমস্যার সমাধান হয়নি। তিনি কারারুদ্ধ হন, এই সময়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপর এক ঘনিষ্ঠ বলে পরিচিত পনিরসেলভম। তিনি এডিএমকে দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। এরপর কে পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন শশীকলা।

পরবর্তীকালে পুনরায় এডিএমকে দলে ফিরে আসেন পনীরসেলভম। মুখ্যমন্ত্রী কে পলানিস্বামীর সঙ্গে সখ্যতা থাকায় উপ মুখ্যমন্ত্রী হন পনীরসেলভম। আবার শশীকলার জনৈক আত্মীয় টিটিভি দিনকরণ এএমএমকে নাম একটি নতুন দল গঠন করেন। গত ২০১৭ সালের উপনির্বাচনে আর কে নগরথেকে তিনি জয়ী হন। এই আর কে নগর কেন্দ্রের আমৃত্যু বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ কারণে টিটিভি দিনকরণ ও শশীকলার মধ্যে একটা সংঘাতের সম্ভাবনা ছিল। কিন্তু পরপর করেকটি নির্বাচনে পরাজিত হয়ে দুর্বল হয়ে পরে টিটিভি দিনকরনের এএমএমকে দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এডিএমকে বিজেপির জোট সঙ্গী। এদিকে, শশীকলার কারাদণ্ড আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জেলে ভালো আচরণের জন্য ৫ মাস সাজা মুক্ত করা হয়েছে তাঁকে। তাই যে কোনদিন তিনি কারামুক্ত হতে পারেন, এমনটাই তাঁর আইনজীবীরা জানাচ্ছেন।

এ বিষয়টি জানবার পরেই শশীকলার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রচেষ্টায় আছে আয়কর দপ্তরে। চেন্নাইয়ে জয়ললিতার বাসভবনে সংগ্রশালা নির্মাণের পরিকল্পনা আছে। এই বাসভবন সরকার সম্প্রতি অধিগ্রহন করেছে। এটিকে মুখ্যমন্ত্রীর বাসভবন ও সেইসঙ্গে সংগ্রহশালা তৈরির পরিকল্পনা আছে সরকারের। অনেকের মতে, শশীকলার ফেরা রুখতেই এমন পদক্ষেপ সরকারের।

অন্যদিকে শশীকলা ও জয়ললিতা উভয়েই দোষী সাব্যস্ত হয়েছিলেন দুর্নীতির মামলায়। যে মামলায় কারারুদ্ধ শশীকলা। তাই এ বিষয়ে এডিএমকে নেতারা বেশি কিছু বক্তব্যদানে ইচ্ছুক নন। এ বিষয়ে মৎস্যমন্ত্রী ডি জয়কুমার বলেছেন, ” শশিকলা ও তাঁর পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’ অন্যদিকে এ প্রসঙ্গে টিটিভি দিনকরণ ঘনিষ্ঠ জনৈক এএমএমকে নেতার বক্তব্য, ” শশিকলা ফিরলে পরিবর্তন হবেই। যাঁরা এডিএমকে-র টিকিট পাবেন না তাঁরা এএমএমকে-কেই বেছে নেবেন। আয়কর মামলা দিয়ে শশিকলার গতিরোধ করা যাবে না।’’

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!