এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় বাজিমাতে গেরুয়া শিবিরের ভরসা কি বিনামূল্যে করোনা টিকার প্রতিশ্রুতি? তুমুল শোরগোল

বিধানসভায় বাজিমাতে গেরুয়া শিবিরের ভরসা কি বিনামূল্যে করোনা টিকার প্রতিশ্রুতি? তুমুল শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিহারের বিধানসভা ভোটে বাজিমাত করার চেষ্টা বিজেপির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারের নির্বাচনে বিজেপির ইশতেহার প্রকাশ করে এই প্রতিশ্রুতি দিলেন। আবার আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের ভোটের প্রচার শুরু করতে চলেছেন। তার প্রাক মুহূর্তেই বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হল বিহারে বিজেপি জিতলে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে বলে। বিজেপির এই প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব বিরোধী শিবির। তাদের অভিযোগ, করোনার প্রতিষেধক নিয়েও রাজনীতি করছে বিজেপি।

প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকার কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য গুলোতেই বিনামূল্যে করোনার প্রতিষেধক দেবে? যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানকার মানুষ কি করোনার প্রতিষেধক পাবে না? আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, অসম, তামিলনাড়ুর ভোটের সময়েও কি বিজেপি এমনি প্রতিশ্রুতি দিতে চলেছে? রাহুল গান্ধী মোদি সরকারের প্রতি বক্তব্য রাখলেন, ” ভারত সরকার কোভিড প্রতিষেধক বিলির ঘোষণা করে দিয়েছে। কবে প্রতিষেধক আর মিথ্যে প্রতিশ্রুতি মিলবে, তার জন্য অনুগ্রহ করে নিজের রাজ্যের ভোটের দিনক্ষণ দেখুন! ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে কংগ্রেস প্রশ্ন করেছে, আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ুর ভোটের প্রচারেও কি এমন প্রতিশ্রুতি দিতে চলেছে বিজেপি? এদিকে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী সে রাজ্যে বিনামূল্যে করোনা টিকাদানের কথা ঘোষণা করেছেন। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য, করোনার প্রতিষেধক গোটা দেশবাসীর, যা বিজেপির একার সম্পত্তি নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবা প্রশ্ন করেছেন যে, সকল রাজ্য বিজেপি শাসিত রাজ্য নয়, সেগুলির কি হবে? যেসব মানুষ বিজেপিকে ভোট দেবেন না তারা কি বিনা মূল্যে পাবেন না টিকা? ন্যাশনাল কনফারেন্স এর নেতা ওমর আব্দুল্লাহ প্রশ্ন করেছেন, বিজেপি কি নিজের কোষাগারের টাকা দিয়ে করোনার প্রতিষেধক বিনামূল্যে বিতরণ করবে?

গতকাল বিজেপির এই এ ঘোষণার পর সমাজকর্মী সাকেত গোখলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এমন ঘোষণা করলেন? সংবিধানে যেখানে সকলকে সমান অধিকার দেবার কথা আছে, সেখানে মন্ত্রীর এই বক্তব্য সংবিধানবিরোধী। কংগ্রেস নেতা শশী তারুর প্রশ্ন করেছেন, এমন বক্তব্য রাখার পরও অর্থমন্ত্রী ও নির্লজ্জ কেন্দ্র সরকারকে কেন ভৎসনা করবে না নির্বাচন কমিশন?

বিহারের ভারপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এ প্রসঙ্গে অবশ্য জানিয়েছেন যে, দেশের মানুষকে কম খরচে টিকার জোগান দেওয়া হবে। তারপর যদি কোন রাজ্য চায় বিনামূল্যে রাজ্যবাসীকে টিকা দেবে। তারও ব্যবস্থা থাকবে। বিহারে বিজেপি সেটাই করবে। বিহারের জনৈক বিজেপি নেতা অমিত মালব্য জানালেন যে, স্বাস্থ্য বিষয়টি রাজ্যের রাজ্যর। তাই রাজ্য চাইলে নিজে টিকার খরচ দিতেই পারে। অনেকেই মনে করছেন, তেজস্বী যাদবের জনসভায় ব্যাপক ভিড় দেখেই বিজেপি এমন প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে। বস্তুত, নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তীব্রভাবে চলছে, তার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!