এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় তৃণমূলের হ্যাটট্রিক নিশ্চিত করতে ভোটগুরু পিকে নিয়ে আসছেন বড়সড় নতুন পরিকল্পনা?

বিধানসভায় তৃণমূলের হ্যাটট্রিক নিশ্চিত করতে ভোটগুরু পিকে নিয়ে আসছেন বড়সড় নতুন পরিকল্পনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল রাজ্যে খুব একটা ভাল হয়নি। 42 এ 42 শ্লোগান তুলে 22 এই আটকে যেতে হয়েছে রাজ্যের শাসক দলকে। অন্যদিকে 18 টি আসন পেয়ে তৃণমূলের ঘাড়ে ক্রমাগত নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। একসময় তৃণমূলের ভোট কৌশলী বলে পরিচিত মুকুল রায় বিজেপিতে যোগদান করে লোকসভায় তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন।

যার ফলে মুকুল রায়ের কৌশলেই বিজেপি বাংলায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূলের এই খারাপ ফলাফলের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রননীতিকার করা হয় বিশিষ্ট নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। এদিকে প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পরই তৃণমূলের বিভিন্ন অসুখ ধরে সেই সমস্ত সমস্যার সমাধান করতে শুরু করেন।

দলের গোষ্ঠীদ্বন্দ্ব রোধ করার পাশাপাশি নেতাদের জনসংযোগে শামিল করার জন্য নানা পথ বাতলে দেন তিনি। সেই মত করে “দিদিকে বলো” কর্মসূচি থেকে শুরু করে “বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে তৃণমূল নেতাদের ময়দানে নামিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা।

বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির প্রভাব যখন বাড়ছে, ঠিক তখনই যারা লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তাদেরকে আবার দলে যোগদান করিয়ে গেরুয়া শিবিরের নিঃশ্বাস বাড়িয়ে দিতে চাইছেন তৃণমূলের রাজনৈতিক রণনীতিকার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে এখন প্রশান্ত কিশোরের মূল টার্গেট দায়িত্ব নেওয়া তৃণমূল কংগ্রেসকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলস্বরুপ এবার যে সমস্ত হেভিওয়েট নেতা লোকসভা নির্বাচনের আগে এবং পরে বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে একদিকে বিজেপির ঘরভাঙা এবং অন্যদিকে যে সমস্ত নেতা তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন, তারা যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন, তা জনসমক্ষে তুলে ধরে মানুষের মনে তৃণমূল কংগ্রেস সম্পর্কে নতুন করে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

অনেকে বলছেন, একসময় তৃণমূল কংগ্রেসে থেকে বিরোধী দলের ঘর ভাঙতে মুকুল রায়। তবে সেই মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের ঘর ভাঙতে উদ্যোগী হয়েছেন। অনেক হেভিওয়েট নেতা, সাংসদকে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তিনি। একসময় তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, একটা মুকুল রায় লক্ষ্য মুকুল রায় তৈরি হবে। কিন্তু মুকুল রায় যে একটা, তা মুকুলবাবু বিজেপিতে যোগদানের পরেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন।

যার পরিপ্রেক্ষিতে মুকুল রায়ের বিকল্প হিসেবে দলের শ্রীবৃদ্ধি বজায় রাখতে প্রশান্ত কিশোরকে এনে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সেই প্রশান্ত কিশোর এবার মুকুল রায়ের কায়দাতেই যে সমস্ত হেভিওয়েট নেতা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদেরকে আবার তৃণমূলে ফিরিয়ে এনে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ফাটল ধরানোর চেষ্টা করছেন। কিন্তু আদৌ তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার এই চেষ্টা সফলতা পায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!