বিধানসভার আগে রথযাত্রা বিজেপির! উত্তরবঙ্গ দখলে জেপি নাড্ডা! উত্তরবঙ্গ বিজেপি রাজনীতি রাজ্য January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোনোমতেই আর সময় নষ্ট করতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের আগে এখন রীতিমত আসন ধরে ধরে বিশ্লেষণ শুরু করে দিতে চাইছে তারা। কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের ঘুম যাতে উড়িয়ে মানুষের মধ্যে বিজেপির ভাবনাকে প্রবেশ করানো যায়, তার জন্য রীতিমত তৎপর ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে রথযাত্রার নির্ঘণ্ট প্রকাশ করল গেরুয়া শিবির। জানা গেছে, আগামী 5 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জোন থেকে এই রথযাত্রার সূচনা করা হবে। যেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে উত্তরবঙ্গ থেকে এই রথযাত্রা শুরু হলেও, তা ধীরে ধীরে গোটা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র ছুয়ে যাবে বলেই খবর। মূলত উত্তরবঙ্গের পর 6 ফেব্রুয়ারি কাঁথির পিছাবনী থেকে হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের রথযাত্রা শুরু হওয়ার কথা। তবে উত্তরবঙ্গ জোনে যে রথযাত্রা শুরু হচ্ছে, সেখানে দলের সর্বভারতীয় সভাপতির উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। কেননা বিজেপি এখন চাইছে, সংগঠনের ওপর ভিত্তি করে 2021 এ সাফল্য পেতে। সেদিক থেকে দলের সংগঠনের প্রধানকে এনে এই মহতী কর্মসূচি করার ওপর জোর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ জেপি নাড্ডা রাজ্যে আসলে একদিকে যেমন বিজেপির কর্মী-সমর্থকেরা উদযাপিত হবে, ঠিক তেমনই তৃণমূলকে অনেকটাই চাপে ফেলা যাবে বলে মনে করছেন একাংশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে নিয়েছিল তারা। আর এবার লোকসভা নির্বাচন তাদের কাছে সেমিফাইনাল ম্যাচ হলেও, বিধানসভা নির্বাচন তাদের কাছে ফাইনাল ম্যাচ। তাই সেমি ফাইনাল ম্যাচে ভালো ফল করলে ফাইনাল ম্যাচে যদি তারা ভালো ফল করতে না পারে, তাহলে ক্ষমতায় আসার ক্ষেত্রে তাদের অনেকটা অন্তরায় তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে উত্তরবঙ্গ দখলের পথকে প্রশস্ত করতে সেখান থেকে রথযাত্রা কর্মসূচি শুরু করে দলের সর্বভারতীয় সভাপতি কে উপস্থিত করাচ্ছে ভারতীয় জনতা পার্টি বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন করতে এবং মানুষের মনে জায়গা করে নিতে বিজেপির রথযাত্রা তাদের জয়যাত্রায় দিকে রূপান্তরিত হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -