এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা দখল করেও পঞ্চায়েত হাতছাড়া, হতাশায় বিজেপি, উজ্জীবিত তৃণমূল!

বিধানসভা দখল করেও পঞ্চায়েত হাতছাড়া, হতাশায় বিজেপি, উজ্জীবিত তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির বাংলার ক্ষমতা দখল করবে বলে মনস্থির করলেও, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। 77 টি আসন দখল করে রাজ্যে বিরোধীদলের জায়গা দখল করেছে তারা। সেদিক থেকে বিজেপির এই 77 টি আসনের মধ্যে অন্যতম গাজোল বিধানসভা কেন্দ্র মালদহের এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দখল করে তৃণমূলকে চাপে ফেলে দেয় ভারতীয় জনতা পার্টি‌। স্বভাবতই বিধানসভা কেন্দ্র যখন বিজেপির দখলে রয়েছে, তখন সেই কেন্দ্রের পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, সবকিছুই গেরুয়া শিবির নিজেদের দখলে রাখতে সমর্থ হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু এবার বিজেপির দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে। যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, গাজলের রানীগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রথমে বিজেপির দখলে থাকলেও, প্রধান সঞ্জীব দাসের নেতৃত্বে একাধিক পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। যার ফলে তৃণমূল পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা লাভ করল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এদিন গাজোলের বাসষ্ট্যান্ড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই পঞ্চায়েতে প্রধান এবং আর এক পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। যার জেরে তৃণমূলের শক্তি এই পঞ্চায়েতে অনেকটাই বৃদ্ধি পেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন তারা হঠাৎ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে দলবদল করা সঞ্জীব দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়ন দেখে আমি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বিজেপিতে থেকে জনগণের জন্য কোনো কাজ করতে পারছিলাম না। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে যোগদান করেছি। এখন থেকে জনগণের জন্য কাজ করতে পারব।”

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি রাজ্য ক্ষমতা দখল করতে না পারার পরেই তাদের দলে বেসুরো নেতা-নেত্রীদের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এক্ষেত্রে তৃণমূল থেকে যারা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন, তারা আবার দল বদল করার ইচ্ছা পোষণ করতে শুরু করেন। যার জেরে এমনিতেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার গাজোল বিধানসভা নিজেদের দখলে থাকলেও, সেখানকার পঞ্চায়েতের প্রধান সহ আরেক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপির অন্দরে যে যথেষ্ট হতাশা তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই যোগদানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট উজ্জীবিত। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!