এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার প্রাক্কালে রাজ্য সরকারের নয়া চমক! উত্তরবঙ্গের যে কোন জেলায় ‘কাজ করতে’ বিশেষ ফোর্স

বিধানসভার প্রাক্কালে রাজ্য সরকারের নয়া চমক! উত্তরবঙ্গের যে কোন জেলায় ‘কাজ করতে’ বিশেষ ফোর্স


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার রাজ্য সরকারের নয়া চমক। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অনুকরণে রাজ্যে তৈরি বিশেষ স্পেশাল টাস্কফোর্স, নিয়োজিত হলো উত্তবঙ্গে ,রাজ্যের শান্তি বজায় রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত হলো বিশেষ উদ্যোগ। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অনুকরণে রাজ্যে তৈরি হল বিশেষ স্পেশাল টাস্কফোর্স রাজ্য সরকারের ব্যবস্থাপনায়।

প্রসঙ্গত রাজ্য সরকারের অধীনস্থ স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ গত বছরের সেপ্টেম্বর মাসে গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। রাজ্য পুলিশের নিয়ন্ত্রণমুক্ত থেকে এই প্রথমবার রাজ্যজুড়ে একটি বিশেষ অপরাধদমন মূলক বাহিনী গঠনের পরিকল্পনা করা হলো। সেইসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গে প্রথম নিয়োজিত করা হলো এই স্পেশাল টাস্কফোর্সকে।

প্রসঙ্গত, উত্তর বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি হতে চলেছে উত্তরবঙ্গের টাস্ক ফোর্সের প্রধান কেন্দ্রস্থল। শিলিগুড়ি শহরের নিকটবর্তী ফুলবাড়ী এলাকায় রাজ্যের সশস্ত্র বাহিনীর একটি অফিস রয়েছে, এই অফিসের পাশেই এখনকার মতো এসটিএফের পুলিশ সুপারের দপ্তর নির্মাণ করা হলো। রাজ্য পুলিশের জনৈক কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি নিয়ন্ত্রণাধীন এই বিশেষ বাহিনী এখন সরাসরি ভাবে কাজ করতে পারবে। উত্তরবঙ্গের যেকোন জেলা বা এলাকায় প্রবেশ করে স্বাধীনভাবে কাজ করতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, স্পেশাল টাস্কফোর্সের উত্তরবঙ্গ ইউনিটের জন্য আকাশ মৌর্য্যকে পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করে ইতিমধ্যেই শিলিগুড়িতে পাঠানো হয়েছে।  প্রসঙ্গত, স্পেশাল টাস্ক ফোর্সের শীর্ষঠানে আহরণ করেন রাজ্য পুলিশের একজন এডিজি।বর্তমানে এই পদটি শুন্য থাকায় আইজি অজয় নন্দা এই বাহিনীর সর্বাধিনায়ক রূপে কাজ করবেন। তাঁর অধীনে থাকবেন ডিআইজি শিসরাম ঝাঝারিয়া।।তাঁর একজন পুলিশ সুপার। আর তাঁর অধীনে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ সুপার, একাধিক ইন্সপেক্টকর, সাব ইন্সপেক্টর সহ কনস্টেবলরা।

প্রসঙ্গত এ রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেও এই বাহিনী যথাযথভাবে তার শুরু করতে দিতে চলেছে। তবে এই বাহিনী বাহিনী এখনও স্বয়ংসম্পূর্ন নয়। বাহিনীতে বর্তমানে অফিসার, কর্মীর যেমন কিছুটা অভাব যেমন আছে, তেমনি পরিকাঠামোগত কিছু অসম্পূর্ণতাও আছে। এই প্রসঙ্গে এই বাহিনীর অফিসারেরা জানিয়েছেন যে, কোন নতুন প্রকল্প বা ইনিট চালু করতে গেলে প্রথমদিকে পরিকাঠামোগত কিছুটা সমস্যা থেকেই যায়, যদিও পরবর্তীকালে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়।

পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের স্থানীয় জঙ্গীগোষ্ঠী গুলির সঙ্গে গোপন যোগসাজস রয়েছে উত্তর-পূর্ব রাজ্যে একাধিক জঙ্গিদের। তার উপরে উত্তরবঙ্গ আইএসআই নকশালপন্থী সহ একাধিক মৌলবাদী সংগঠনের ঘাঁটি । ইতিপূর্বে , আইএসআই, আলফা, কেএলও, মাওবাদী সংগঠনইতি শিলিগুড়ি শহরকে তাদের সেফ করিডোর রূপে ব্যবহার করেছে।

গত এক দশক ধরে পুলিশ বাহিনী, রাজ্যের গোয়েন্দা বাহিনী নিরন্তর অভিযান চালিয়ে অস্ত্র চোরাচালান, মাদক চালান, জাল নোট ইত্যাদির সঙ্গে জড়িত বেশ কিছু সংগঠনের সন্ধান পেয়েছে । তবে জেলা পুলিশ কমিশনারেট, সিআইডি, কিংবা রাজ্যের গোয়েন্দা বাহিনীর দীর্ঘকাল ধরে এই জঙ্গি গোষ্ঠীগুলির পেছনে লেগে থাকা সহজ হয়নি। এ কারণে এবারে নিয়োজিত করা হলো স্পেশাল স্পেশাল টাস্কফোর্স

রাজ্য পুলিশের জনৈক কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, জেলা পুলিশ কমিশনারেট, সিআইডি আইবি ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সর্বদা সম্পর্ক রেখে চলবে স্পেশাল টাস্ক ফোর্স। প্রয়জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় সংস্থা এনআইএ থেকে আসা বিভিন্ন নির্দেশ তদন্ত করে দেখা হবে ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!