এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা ভোট যত এগোচ্ছে একের পর এক কর্মসূচি বাড়ছে তৃণমূলের, সৌজন্যে পিকে, কাজের কাজ হচ্ছে কি?

বিধানসভা ভোট যত এগোচ্ছে একের পর এক কর্মসূচি বাড়ছে তৃণমূলের, সৌজন্যে পিকে, কাজের কাজ হচ্ছে কি?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 2019 সালের লোকসভা নির্বাচনে 42 এ 42 এর স্লোগান তুলে মোটে 22 টি আসন দখল করেই সন্তুষ্ট থাকতে হয় তৃণমূল কংগ্রেসকে। যেখানে বিজেপি দখল করে 18 টির মত আসন। আর এরপরই দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়ে আসে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে দলকে জনসংযোগমুখী করার চেষ্টা করেন।

কিন্তু “বাংলার গর্ব মমতা” থেকে শুরু করে “দিদিকে বলো” কর্মসূচির মধ্য দিয়ে দলকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হলেও, অন্তর্দ্বন্দ্ব থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ কিছুতেই মিটতে দেখা যাচ্ছিল না। উল্টে সেই প্রশান্ত কিশোরের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জায়গায় সাংগঠনিক রদবদল করা হয়। তার ভূমিকা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে ক্রমাগত চাপে পড়ে শাসক দল।

তবে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আবার প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত নতুন এক কর্মসূচি নিয়ে ময়দানে নামতে তৃণমূল কংগ্রেস। এবারের কর্মসূচির নাম দিদির দূত। যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সরকারের উন্নয়নমূলক প্রকল্প প্রচার করা হবে। তবে প্রশান্ত কিশোর একের পর এক কর্মসূচি নিয়ে তৃণমূলকে বিধানসভা নির্বাচনের সাফল্য পাওয়ার চেষ্টা করলেও আদৌ কাজের কাজ হবে কিনা, এখন সেটাই বড় সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

একাংশ বলছেন, লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে যখন প্রশান্ত কিশোরকে দলের দায়িত্ব দেওয়া হয়, তখন তৃণমূলের অনেকেই তলায় তলায় প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অনেকেই বলতে শুরু করেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 34 বছরের বাম আমলকে ক্ষমতাচ্যুত করার সাহস দেখালেন, সেখানে বিজেপিকে কুপোকাত করতে কেন বাইরের থেকে কাউকে আনতে হবে! তবে তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দলের নেতাকর্মীরা তাতে সম্মতি জানিয়েছিলেন।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই অবস্থা বেগতিক আকার ধারণ করে। যেখানে প্রশান্ত কিশোর তার টিমের মধ্যে দিয়ে বিভিন্ন জেলায় সংগঠনের অদবদন করতে শুরু করলে বিভিন্ন জেলার জনপ্রতিনিধিরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেন। ইতিমধ্যেই একাধিক বিধায়ক সেই প্রশান্ত কিশোরকে নাম না করে কটাক্ষ করেছেন। যার ফলে ক্রমশ বিড়ম্বনা বাড়ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। তাই এই পরিস্থিতিতে যেখানে রাজনৈতিক পরামর্শদাতাকে নিয়ে আপত্তি রয়েছে দলের একাংশের, সেখানে তার মস্তিষ্কপ্রসূত কোনো পরিকল্পনা এনে লাভের লাভ হবে না বলেই দাবি পর্যবেক্ষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের অনেকে বলছেন, প্রশান্ত কিশোরকে দলের রাজনৈতিক পরামর্শদাতা করা হয়েছে। কিন্তু তিনি দলের নানা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছেন। যা দলের নেতাকর্মীদের কাছে ঠিকমত গ্রহণযোগ্য হচ্ছে না। যার ফলে নীচুতলা থেকে শুরু করে উপরতলায় ক্ষোভ বাড়তে শুরু করেছে সেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। আর তাই বিভিন্ন জায়গায় দলের নেতা থেকে শুরু করে বিধায়করা তার বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন।

তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই পরিস্থিতিতে দলের রাশ না ধরেন, তাহলে অবস্থার কোনো উন্নতি হবে না। উল্টে দলের বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তে শুরু করবে এবং যার প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে। এমনিতেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের অনেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে।

সেদিক থেকে প্রশান্ত কিশোর নিজের মস্তিষ্কপ্রসূত নানা পরিকল্পনা আনলেও, তৃণমূলেই যদি তার বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয় এবং যদি বিক্ষুব্ধরা শামিল হয় ভারতীয় জনতা পার্টিতে, তাহলে তৃণমূলকে আখেরে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহন করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!