এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আবহে বাংলায় বিধানসভা ভোট কবে? নির্বাচন কমিশনের তরফে এল বড়সড় ইঙ্গিত, জানুন বিস্তারে

করোনা আবহে বাংলায় বিধানসভা ভোট কবে? নির্বাচন কমিশনের তরফে এল বড়সড় ইঙ্গিত, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে সঠিক সময় নির্বাচন হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। তবে এই পরিস্থিতিতে নির্বাচনের ক্ষেত্রে যে কোনো রকম ঢিলেমি হবে না, তা নির্বাচন কমিশনের উদ্যোগেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে। সূত্রের খবর, করোনা সংক্রমনের মধ্যেও এবার বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে অনলাইন ভোটার তালিকায় নাম তোলানোর খবর পাওয়া গেল।

জানা গেছে, ইতিমধ্যেই শিলিগুড়ি প্রশাসনের তরফে সাইবার ক্যাফের ধাঁচে আটটি বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি বিধানসভা নির্বাচন নিয়েও প্রস্তুতি শুরু করা হয়েছে। যার ফলে একপ্রকার নিশ্চিত যে, আগামী বিধানসভা নির্বাচন সঠিক সময়েই হচ্ছে। আর তার কারণেই এখন থেকে প্রস্তুতি নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সমস্ত ক্ষেত্রে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে সচিত্র ভোটার তালিকা সংশোধনের কাজ কিভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এবার সামাজিক দূরত্ব বজায় রেখেই সেই কাজ করার জন্য পরিকল্পনা নিল শিলিগুড়ি মহকুমা প্রশাসক। কিন্তু কীভাবে হবে এই কাজ? জানা গেছে, সাইবার ক্যাফের মত কেন্দ্র চালুর পরিকল্পনা নিয়ে সেখান থেকে তথ্যমিত্র কেন্দ্রের মত পরিষেবা দেওয়া হবে।

শিলিগুড়ি শহরে গঠিত আটটি কেন্দ্রে চেয়ার, টেবিল এবং ইন্টারনেট ব্যবস্থা থাকবে। আর রাজ্য সরকারের সংস্থা ওয়েবেলের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে লোকবলের। যেখানে গিয়ে বিনামূল্যে অনলাইন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন সাধারন মানুষ। ইতিমধ্যেই ভোট কর্মীদের ডাটাবেস তৈরির কাজও শুরু করে দেওয়া হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বুথের পরিকাঠামো এবং উন্নয়নের স্থান পরিবর্তনের ব্যাপারে যে সমস্ত প্রস্তাব রয়েছে, তার জন্য পুজোর পরে কমিশনের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হবে। আর এই সমস্ত কিছু থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে করোনা ভাইরাস থাকা সত্ত্বেও সামাজিক দূরত্বকে পালন করে সমস্ত কাজ এগিয়ে রাখতে চাইছে নির্বাচন কমিশন।

এদিন এই প্রসঙ্গে প্রশাসনের এক আধিকারিক বলেন, “কমিশনের নির্দেশ অনুসারে বুথে বুথে বিএলওরা বসলেও সামাজিক দূরত্ব বজায় রাখতেই অনলাইন পদ্ধতি চালু করা হচ্ছে। এতে বাসিন্দাদের সুবিধা হবে। তালিকায় নাম তোলার আবেদন করতে কাউকে সাইবার ক্যাফেতে গিয়ে অর্থ খরচ করতে হবে না। প্রথম পর্যায়ে শিলিগুড়িতে আটটি বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিষেবা চালু হলেও পরবর্তীতে সবকটি কেন্দ্রেই এই পরিষেবা পাওয়া যাবে।”

অন্যদিকে এই ব্যাপারে শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায় বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকায় নাম তুলতে বাসিন্দাদের সুবিধার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।” সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই সামাজিক দূরত্ব পালন করে কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!