এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা ভোটের আগেই দলকে বড়সড় সচেতন বার্তা বিজেপি রাজ্যসভার সাংসদের

বিধানসভা ভোটের আগেই দলকে বড়সড় সচেতন বার্তা বিজেপি রাজ্যসভার সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে অন্য দল থেকে আসা নেতাকর্মীদের ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে বিজেপিতে। তৃণমূল থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস প্রতিটি রাজনৈতিক দল থেকেই নেতাকর্মীরা গেরুয়া শিবিরে যোগদান করতে শুরু করেছেন। তবে এতকাল যারা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করছেন, তারাই এখন বিজেপির সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করায় দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে ক্ষমতায় আসার আগেই দলকে এই ব্যাপারে সতর্ক করে দিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন যে, বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে দলে যোগ দেওয়া অপরাধীদের কোনমতেই ক্ষমা করা যাবে না। স্বাভাবিকভাবেই স্বপন দাশগুপ্তের মত বিচক্ষণ ব্যক্তির মুখ থেকে এই ধরনের মন্তব্য সামনে আসা এবার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একাংশ বলছেন, জনতার মনে বিশ্বাস স্থাপন করতেই স্বপন দাশগুপ্ত এই ধরনের মন্তব্য করেছেন।

কেননা ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি বাছাই না করে সকল স্তরের নেতাকর্মীদের নিজেদের দলে নিযুক্ত করতে শুরু করেছে। এতদিন যারা তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছেন, তারা এখন বিজেপির সম্পদ হতে শুরু করেছেন। তাই বিজেপি ক্ষমতায় আসলে কিভাবে সুশাসন হবে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে ক্ষমতায় এলে যাতে অপরাধীদের কোনোমতেই ক্ষমা করা না হয়, তার জন্য সতর্ক করে দিয়ে রীতিমত মানুষের মনে বিজেপি সম্পর্কে বিশ্বাস স্থাপনের চেষ্টা করলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলে মত বিশ্লেষকদের।

সূত্রের খবর, সোমবার কলকাতার আইসিসিআরে “পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনর্জাগরণ- আগামী পথ” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। আর সেখানেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করার পাশাপাশি তিনি বলেন, “আমরা রাজ্য সরকারে‌ এলে দুই একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেমন আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবেই হতে দেওয়া চলবে না। কোনো গরু পাচারকারী যদি বলে, আমি তো গত মাসে বিজেপিতে যোগ দিয়েছি। তখন কিন্তু মানলে চলবে না। যারা একটু বেশি রাজনীতি করেন, তারা বলবেন, বাম এবং তৃণমূল জমানোর পরে তাদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ থেকে নিজেদের সরিয়ে নিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ হেভিওয়েট এই বিজেপি নেতার কথাতেই স্পষ্ট যে, বিজেপি ক্ষমতায় এলে সুশাসন থাকবে। একাংশ বলছেন, ক্ষমতায় আসার আগেই যদি বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা ভাবনা তৈরি হয়ে যায়, তাহলে ভোটে ভালো ফল নাও করতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই এখন থেকেই মানুষের মনে বিশ্বাস স্থাপন করাটা অত্যন্ত জরুরি। আর সেই দিকটা মাথায় রেখেই নিজের দলকে সচেতন করে দিয়ে ক্ষমতায় এলে অপরাধীদের সাজা দিতে হবে বলে জানিয়ে দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অনেকে বলতে শুরু করেছেন, তৃণমূলের মত যদি বিজেপি প্রতিহিংসার রাজনীতি করা শুরু করে, এমনকি অন্য দল থেকে আসা নেতাকর্মীদের শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে অভিযোগ থাকলেও ছাড় দিতে শুরু করে, তাহলে বিজেপির সঙ্গে অন্য কোনো দলের কোনো পার্থক্য থাকবে না। তাই মানুষের ভোট পেয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে অপরাধীদের ছাড় দেওয়া না হয়, তার জন্য এখন থেকেই নিজের দলকে সচেতন করে দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ। অর্থ্যাৎ একটা জিনিস পরিষ্কার যে, স্বপন দাশগুপ্ত একথা বলেছেন, শুধুমাত্র নিজের দল সম্পর্কে মানুষের মনে বিশ্বাস অর্জন করার জন্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!