এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা ভোটের আগেই সোশ্যাল-যুদ্ধে বিজেপিকে কোনঠাসা করতে আইটি সেলকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল

বিধানসভা ভোটের আগেই সোশ্যাল-যুদ্ধে বিজেপিকে কোনঠাসা করতে আইটি সেলকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের থেকে সোশ্যাল সাইটে বিজেপি যে অনেকটাই এগিয়ে, তা অনেক তৃণমূল নেতা আড়ালে-আবডালে স্বীকার করে নেন। তবে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে সকল রাজনৈতিক দলের কাছে। তৃণমূল থেকে বিজেপি, সকলেই এখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজেদের মত করে প্রচার করতে শুরু করে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে সেই নির্বাচনের আগে বিজেপিকে সোশ্যাল মিডিয়ার দিক থেকেও, পেছনের সারিতে ফেলে দিতে রীতিমত তৎপর হতে শুরু করল ঘাসফুল শিবির।

সূত্রের খবর, রবিবার বর্ধমানের টাউনহলে তৃণমূল যুব নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক হয়। যেখানে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে, তা তুলে ধরেন তৃণমূলের আইটি সেলের কর্মীরা। বলা বাহুল্য, বিভিন্ন সময় শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি বেতন দিয়ে লোক রেখে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছে।

তবে অনেক ক্ষেত্রেই তার সঠিকভাবে জবাব দিতে পারছেন না তৃনমূলের কর্মী-সমর্থকরা। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে বর্ধমানের রীতিমত বৈঠক করে সোশ্যাল মিডিয়া সেলের নেতৃত্ব বুঝিয়ে দিলেন, কিভাবে এই প্রচার করতে হবে। অর্থাৎ কোনোভাবেই যে মাঠে ময়দানে প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিজেপির থেকে পিছিয়ে থাকা চলবে না, তা এদিনের বৈঠকে বারবার জানিয়ে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যে সমস্ত গ্রুপ রয়েছে, সেখান থেকে কি কি প্রচার করার বার্তা দেওয়া হয়েছে? রাজ্য সরকারের উন্নয়ন, নাকি যারা দলবদল করছেন তাদের কটাক্ষ? এদিন এই প্রসঙ্গে তৃণমূলের জনপ্রিয় গ্রুপ ফ্যামের এক সদস্য বলেন, “দলত্যাগীদের নিয়ে আমরা বিশেষ চিন্তিত নই‌। বিজেপির কুৎসার জবাব দিতে হবে। বাংলার উন্নয়নকে সামনে রেখে অনেক অর্থ খরচ করে বিজেপি আইটি সেল সাজিয়েছে। কিন্তু আমরা আবেগ দিয়ে আমাদের হাতের মোবাইল ব্যবহার করেই ওদের বিরুদ্ধে সোচ্চার হব।”

অর্থাৎ কোনোভাবেই যে বিজেপিকে সোশ্যাল মিডিয়ার ময়দানেও ছেড়ে দেবে না তৃণমূল কংগ্রেস, তা এদিনের কর্মসূচি থেকেই পরিষ্কার হয়ে গেল। বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর নির্বাচন তৃণমুল থেকে বিজেপি সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিজেপি যেমন রাজ্যের ক্ষমতা দখল করতে তৎপর, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখলের জন্য উদ্যত।

তাই এই পরিস্থিতিতে বিজেপি সোশ্যাল মিডিয়ায় কিছুটা এগিয়ে থাকলেও, তাদের যাতে পাল্টা সেখানেও জবাব দেওয়া যায়, তার জন্য রীতিমত বৈঠক করে পথ বাতলে দিতে দেখা গেল তৃণমূলের কর্মীদের। সব মিলিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে কতটা জবাব দিতে পারে তৃণমূল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!