এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে আড়াআড়ি বিভাজন গেরুয়া শিবিরে? ক্রমশ ঘুম উড়ছে বিজেপির? জেনে নিন বিস্তারিত

বিধানসভার আগে আড়াআড়ি বিভাজন গেরুয়া শিবিরে? ক্রমশ ঘুম উড়ছে বিজেপির? জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনের আর কিছুদিন বাকি। আর তার আগে এবার সেখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বলে খবর‌। জানা গেছে, একদিকে বিজেপির বন্ধু পাসওয়ান এবং অন্যদিকে জিতেনরাম মাঝির তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিহার বিধানসভা কেন্দ্রে নির্বাচন কবে হবে, তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর তার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে প্রচার‌। একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানাতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে এনডিএর মধ্যে জোট শরিকদেরকে কেন্দ্র করে এখন যে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে, তা নিঃসন্দেহে বিজেপির কাছে চিন্তার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা যায়, একসময় দলিতদের হাত ধরেই রামবিলাস পাসোয়ান উঠে এসেছিলেন। তারপর রেকর্ড ভোটে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু তার পরবর্তীতে নিতিশ কুমার এবং রামবিলাস পাসোয়ান একই ভোটব্যাঙ্কের হয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিলেন বলে খবর। এদিকে 2005 সালে নীতিশ কুমার ক্ষমতায় আসার পর নিজ ভোটব্যাঙ্ক তৈরি করেছিলেন। গত 2018 সালে নীতিশ কুমারের সঙ্গে লালুপ্রসাদ যাদবের বিচ্ছেদ এবং বিজেপির সাথে নতুন করে সম্পর্ক তৈরির আগে উপবর্নের গ্রুপে অন্তর্ভুক্ত করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, নীতিশ কুমারের সঙ্গে প্রভাব পাসওয়ানের নিজস্ব জায়গা ক্ষয়িষ্ণু হওয়ার প্রধানত কারন। তবে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনেও ব্যাপক সাফল্য পেয়েছিল নীতিশ কুমারের দল। অন্যদিকে 2015 সালে বিহার বিধানসভা নির্বাচনে রামবিলাস পাসোয়ান অত্যন্ত খারাপ ফলাফল করেছিল।রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিহারের অবস্থা আরও জটিল হয়ে যেতে পারে। আর সেদিক থেকে এনডিএ অনেকটাই বিহারের সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!