এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় ঝড় তুলতে কঙ্গনা রানাওত বিজেপির স্টার প্রচারক? কি জানাচ্ছেন খোদ গেরুয়া শিবির?

বিধানসভায় ঝড় তুলতে কঙ্গনা রানাওত বিজেপির স্টার প্রচারক? কি জানাচ্ছেন খোদ গেরুয়া শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কঙ্গনা রানাওয়াতকে নিয়ে গোটা দেশজুড়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্রের রাজনীতিতে এই কঙ্গনা রানাওয়াতের একটি টুইট বিস্ফোরণের কাজ করেছে। তারপর শিব সেনার সঙ্গে তার বাকযুদ্ধ শেষ পর্যন্ত তার দপ্তর ভেঙে ফেলা সহ নানা ঘটনার সৃষ্টি করেছে। আর এই পরিস্থিতিতে বিজেপির একাধিক নেতা থেকে শুরু করে এনডিএর একাধিক শরিক দলের নেতাদের সেই কঙ্গনা রানাওয়াতের পাশে দাঁড়াতে দেখা গেছে। যার ফলে তীব্র জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি এবার বিশিষ্ট এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আগামী দিনে তাকে নিজেদের দিকে টানতে চাইছে ভারতীয় জনতা পার্টি?

সূত্রের খবর, ইতিমধ্যেই শিবসেনা তাদের সংবাদপত্র সামনাতে দাবি করেছিল, বিহার নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে পারদ চড়ানো হচ্ছে। তাদের বক্তব্য ছিল, বিশিষ্ট অভিনেত্রী গো বলয়ের উচ্চবর্ণের মানুষ। তাই সেই গো বলয় বিহারের নির্বাচন হওয়ার কারণে যাতে উচ্চবর্ণের ভোটব্যাঙ্ক বিজেপির দখলে থাকে, তাই এই ইস্যুকে হাতিয়ার করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

তবে শিবসেনা তাদের মুখপত্রে বিশিষ্ট এই অভিনেত্রীর নাম না নিলেও, তা যে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর এর পরেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিহার নির্বাচনের ব্যাপারে তীব্র জল্পনা তৈরি হয়। আর এবার আসন্ন বিহার বিধানসভার নির্বাচনে কঙ্গনা রানাওয়াতকে স্টার প্রচারক হিসেবে আনতে পারে ভারতীয় জনতা পার্টি বলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি শিবসেনার কিছুদিন আগে যে মন্তব্য করেছিল, তা সত্যিই? সত্যিই কি তাহলে বিহার বিধানসভা নির্বাচনের আগে উচ্চবর্ণের ভোট নিজেদের দিকে রাখতে বিশিষ্ট এই অভিনেত্রীকে প্রচারে নিয়ে এসে চমক দিতে চাইছে গেরুয়া শিবির?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নানা মহলের তরফে এই মন্তব্য করা হলেও তাকে মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “এনডিএর কাছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তাই আমাদের তাকে ছাড়া আর কোনো স্টার প্রচারককে প্রয়োজন হয় না। নরেন্দ্র মোদি আমাদের সব থেকে বড় প্রচারক।” তবে বিজেপি নেতা যে কথাই বলুন না কেন, আগামী দিনে বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা কতটা সত্যি হয়! সত্যিই কি বিজেপি তাকে স্টার প্রচারক হিসেবে মাঠে নামায়, নাকি সবটাই মিথ্যে হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!