এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বলতে বাধ্য হয়েছেন রাজ্যের মন্ত্রী, ব্যাপক খুশি শুভেন্দু!

বিধানসভায় কেন্দ্রীয় প্রকল্পের নাম বলতে বাধ্য হয়েছেন রাজ্যের মন্ত্রী, ব্যাপক খুশি শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য নিজেদের নামে চালাচ্ছে বলে অভিযোগ করেছিল গেরুয়া শিবির। এমনকি কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হলেও তাতে কেন্দ্রীয় প্রকল্পের নাম লিখতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টিকে হাতিয়ার করে বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কেন্দ্রের কাছে। তবে এবার আর রাজ্যের নাম নয়, বরঞ্চ কেন্দ্রীয় প্রকল্পের নাম বিধানসভায় উল্লেখ করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী শশী পাজাকে। আর সেই কথাই তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এই প্রথম দেখলাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কেন্দ্রীয় প্রকল্পের নাম উল্লেখ করেছেন। জলস্বপ্ন নয়, তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় প্রকল্প, জল জীবন মিশন। এই প্রথম কোনো মন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের নাম উল্লেখ করলেন। বিজেপি সব সত্য সামনে এনে দিয়েছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি রাজ্যের চাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!