এখন পড়ছেন
হোম > রাজ্য > বিধানসভার লক্ষে বাংলায় ঢুকছে ইভিএম, পরীক্ষা করতেই মিলছে শয়ে-শয়ে বিকল মেশিন! বাড়ছে উত্তাপ

বিধানসভার লক্ষে বাংলায় ঢুকছে ইভিএম, পরীক্ষা করতেই মিলছে শয়ে-শয়ে বিকল মেশিন! বাড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে বাংলায় নির্বাচনের আগে বারবার অভিযোগ ওঠে, কারচুপি এবং সন্ত্রাসের। এক্ষেত্রে 2021 এ নির্বাচনী লড়াই যখন জমজমাট হবে বলে ধরে নেওয়া হচ্ছে, ঠিক তখনই শিলিগুড়িতে 450 টি ইভিএমে ব্যাপক ত্রুটি ধরা পড়ল। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা প্রশাসনের অন্দরমহলে। জানা গেছে, এই 450 টি ত্রুটিপূর্ণ ইভিএমের মধ্যে বিকল কন্ট্রোল ইউনিট সংখ্যা 336 টি।

স্বাভাবিকভাবেই ভবিষ্যতে এরকম আরও বিকল ইভিএম সামনে আসতে পারে বলে মনে করছেন একাংশ। নির্বাচনের বেশ কিছু মাস দেরি থাকলেও এখন থেকেই ইভিএম পরীক্ষা করার সময় তারা ত্রুটিপূর্ণ বেরোনোয় নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, প্রতিদিন সকাল 9 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত এই পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। যার কারণে গোডাউন চত্বরে এক সেকশন সশস্ত্র বাহিনী এবং দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে। গত লোকসভা নির্বাচনের পর এই কেন্দ্রগুলোর ইভিএম বাগড়াকোটের গোডাউনে মজুদ করা হয়। পরবর্তীতে গত অক্টোবর মাসে বনগাঁ থেকে আরও বেশকিছু মেশিন আসে। বর্তমানে মকপোলেলের মাধ্যমে সেগুলো পরীক্ষা করা হচ্ছে। আর সেখানেই 455 টি ইভিএমে ব্যাপক ত্রুটি ধরা পড়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রতিটি রাজনৈতিক দলের উপস্থিতিতে এই ইভিএম পরীক্ষা করার কাজ চলছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এখনও পর্যন্ত 455 টি ইভিএমে ত্রুটি ধরা পড়েছে। তাই ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের একাংশ।

এদিকে নির্বাচনের আগেই ইভিএম পরীক্ষার সময় এত সংখ্যক ইভিএম ত্রুটিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সৃষ্টি হয়েছে গুঞ্জন। একাংশ বলছেন, এবার এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা অভিযোগ করা হতে পারে। তবে জেলা প্রশাসন প্রতিমুহূর্তে চেষ্টা করছে, সেই ত্রুটিপূর্ণ ইভিএমগুলো নিয়ে যাতে কারও কোনো অভিযোগ না থাকে, তার ব্যাপারে উদ্যোগ নেওয়ার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “আমাদের দুজন প্রতিনিধি কমিশনের ওই ক্যাম্পে অংশ নিয়েছেন। তাদের রিপোর্ট অনুসারে বেশকিছু ইভিএমের ত্রুটি ধরা পড়েছে। সেগুলো বদলানোর দাবি কমিশনের কাছে জানানো হবে।” অন্যদিকে এই ব্যাপারে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, “কমিশনের শিবিরে আমাদের দলের প্রতিনিধিরা রয়েছেন। তাদের দেওয়া রিপোর্ট পর্যালোচনা করার পর যা বলার কমিশনকে বলব।”

এদিকে এই ইভিএম পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না বাম দলগুলোর কোনো প্রতিনিধিকে। কেন তাদের কোনো প্রতিনিধি উপস্থিত নেই? এদিন এই প্রসঙ্গে আরএসপির জেলা সম্পাদক তাপস গোস্বামী বলেন, “কোথাও একটা কমিউনিকেশনের অভাবে আমাদের প্রতিনিধি শিবিরে যায়নি। আগামীতে যাবেন।” অন্যদিকে এই ব্যাপারে সিপিআইয়ের জেলা সম্পাদক অনিমেষ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওখানে যার যাওয়ার কথা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এক দুদিনের মধ্যেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাব।”

তবে এত সংখ্যক ইভিএম ত্রুটিপূর্ণ হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলা প্রশাসনের অন্দরমহলে। তবে প্রশাসনের দাবি, এই শিবিরের উদ্দেশ্য ভালো এবং খারাপ ইভিএম আলাদা করা। বিধানসভা ভোটের আগে ত্রুটিপূর্ণ ইভিএম কমিশন পাল্টে দেবে বলেই আশা রাখছেন তারা। তাই বিধানসভা নির্বাচনের বেশ কিছু মাস বাকি থাকলেও, শিলিগুড়িতে ত্রুটিপূর্ণ ইভিএম সরানোর কাজ শুরু হয়ে গেল। তবে সেই ত্রুটিপূর্ণ ইভিএমের সংখ্যা ব্যাপক পরিমাণ হওয়ায় চিন্তা বাড়ছে প্রত্যেকের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!