বিধানসভায় মুখোমুখি শুভেন্দু এবং মমতা! কি কথা হলো? নিজের মুখেই জানালেন শুভেন্দু! কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য February 10, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দল বদল করার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে কার্যত আদায় কাচকলায় সম্পর্ক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার ভেতরে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই পরিস্থিতিতে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল যখন বক্তৃতা রাখবেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য যখন অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ঠিক তখনই তাদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো বিরোধী নেতার। সূত্রের খবর, এদিন বিধানসভায় নিজের আসনের দিকে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সময় রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বিরোধী দলনেতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি কি স্বাগত জানানোর জন্য যাবেন?” আর তার পাল্টা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, “না এটা অধ্যক্ষের কাজ।” যা নিয়ে রাজ্য রাজনীতিতে দিনভর চর্চা হয়। তবে অবশেষে ঠিক কি ঘটেছিল বিধানসভার মধ্যে, তা উল্লেখ করে এর মধ্যে তেমন কোনো ব্যাপার নেই বলেই জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। আপনার মতামত জানান -