এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় পিএসি চেয়ারম্যান নিয়ে তরজা তুঙ্গে ! আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপির !

বিধানসভায় পিএসি চেয়ারম্যান নিয়ে তরজা তুঙ্গে ! আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপির !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পিএসির চেয়ারম্যান হিসেবে ইস্তফা দিয়েছেন মুকুল রায় আর এর পর থেকেই নতুন চেয়ারম্যান কে হবে, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।ইতিমধ্যেই এই কমিটির সদস্য হিসেবে বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে যুক্ত করা হয়েছে। যার ফলে তিনিই পরবর্তী চেয়ারম্যান হতে পারে বলে মনে করেছিলেন একাংশ। আর এবার সেই নামেই সিলমোহর পড়ল , গত সোমবার বিধানসভার তরফে পিএসসি চেয়ারম্যান হিসেবে জানিয়ে দেওয়া হল কৃষ্ণ কল্যাণীর নাম ।তবে এবারও এই নামে্র চরম বিরোধিতা করল বিরোধীদল বিজেপি যার ফলে চলছে জোর তর্জা ।

প্রসঙ্গ উল্লেখ্য যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয় লাভ করার পর তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী আর সেই কারনে আবারো সেই একই প্রসঙ্গ টেনে পিএসি চেয়ারম্যান হিসেবে কৃষ্ণের নামে আপত্তি তোলে বিজেপি। এই মর্মে এদিন বিরোধী দলনেতা কৃষ্ণ কল্যাণীর পূর্বে  রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে নাম ঘোষণার পরে ফের সরব হন । সূত্রের খবর পিএসির চেয়ারম্যান এর বিরোধিতা করে আবারো আইনি পথে লড়াইয়ের হুশিয়ারি দিয়েছে বঙ্গ বিজেপি ।

তবে এই বিষয়ে এদিন কৃষ্ণ কল্যাণীর দাবি করেন ‘স্পিকার তাঁর নিজস্ব ক্ষমতায় আমাকে এই পদ দিয়েছেন। তাই কে কি বললেন তাতে কিছু আসে যায় না।’ আবার অন্য দিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন ‘বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীকে নিয়েও একই তামাশা করলেন এই একই কারণে মুকুল রায় নিয়ে আপত্তি ছিল বিজেপির ।’  সেই সাথে বিজেপির জেলা সভাপতি বাসুদেব বলেন ‘বিধানসভার স্পিকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করে, মানুষ সবটা দেখছেন।’ সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!