এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় উতরে গেলেও, সংসদে বিধান পরিষদ পাশ নিয়ে সংশয়, চাপ বাড়ছে তৃণমূলের!

বিধানসভায় উতরে গেলেও, সংসদে বিধান পরিষদ পাশ নিয়ে সংশয়, চাপ বাড়ছে তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য বিধান পরিষদ গঠন করতে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো করে মঙ্গলবার বিধান পরিষদের প্রস্তাব পাস করা হয়েছে রাজ্য বিধানসভায়। আর সেই প্রস্তাব ধ্বনী ভোটে পাস হয়ে গিয়েছে। যেখানে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 196 জন বিধায়ক এবং বিপক্ষে ভোট দিয়েছেন 69 জন বিধায়ক।

তবে রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়ে গেলেও, এখন তা সংসদের দুই কক্ষ পাস হতে হবে। আর তারপরেই তা লাগু করা সম্ভব হবে। সেদিক থেকে সংসদের দুই কক্ষে বিজেপি তথা এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠ রয়েছে। বর্তমানে এই বিধান পরিষদের তীব্র বিরোধিতা করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তাই সেদিক থেকে সংসদে এই প্রস্তাব পাস করানোর দিক থেকে তৃণমূল সরকারকে চাপে রেখে বিজেপি পাল্টা কৌশল অবলম্বন করতে পারে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিধান পরিষদের প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারপরেই ভোটাভুটি হয়। যেখানে 196 জন বিধায়ক এর পক্ষে মতামত দেন। অন্যদিকে বিধানসভায় উপস্থিত 265 জন বিধায়কের মধ্যে 69 জন বিধায়ক এর বিপক্ষে মত পোষণ করেন। বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বিধান পরিষদ গঠনের চেষ্টা অনর্থক। তাই তারা এর সর্বাত্মক বিরোধিতা করেছে। স্বাভাবিকভাবেই এখন সেই বিধান পরিষদ রাজ্য বিধানসভায় পাস হয়ে গেলেও, সংসদের দুই কক্ষ তাকে সীলমোহর নিতে হবে। তা না হলে তা লাগু করা সম্ভব হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে বিজেপি যখন সর্বাত্মক বিরোধিতা করছে, তখন সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ থাকা ভারতীয় জনতা পার্টির সাংসদরা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়ম লাগু করতে অনেকটাই বাধা দিতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর তা যদি হয়, তাহলে সংসদের দুই কক্ষে এই প্রস্তাব তৃণমূলের পক্ষ থেকে পাশ করানোর চেষ্টা হলেও, তাতে বাধা পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের দাবি, এবারের রাজ্য বিধানসভায় বিজেপির সঙ্গে প্রধান লড়াই শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেদিক থেকে বাম এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। প্রতিনিয়ত রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই সেদিক থেকে বিধান পরিষদ গঠন করে সেখানে বাম এবং কংগ্রেসের অনেক প্রতিনিধিকে রাখার চেষ্টা তৃনমূলের রয়েছে বলেই দাবি করা হচ্ছে।

তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস করা হলেও, পরবর্তীতে আরও অনেক নিয়ম মেনে চলতে হবে। তাই সেক্ষেত্রে যাতে বিধান পরিষদকে সর্বাত্মকভাবে পশ্চিমবঙ্গে লাগু করার ক্ষেত্রে বাধা দেওয়া যায়, তার জন্য বিজেপির পক্ষ থেকে যে পাল্টা কৌশল প্রয়োগ করা হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তাই তৃণমূলের বিধান পরিষদ গঠনের স্বপ্ন আদৌ কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!