এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে গেরুয়া বিরোধী শিবিরের প্রধান মুখ জেলে বসে থাকবেন? করতে পারবেন না প্রচারও

বিধানসভার আগে গেরুয়া বিরোধী শিবিরের প্রধান মুখ জেলে বসে থাকবেন? করতে পারবেন না প্রচারও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিহার বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তি পেলেন লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর, পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত চাইবাসা ট্রেজারি মামলায় শুক্রবার লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। কিন্তু জামিন মঞ্জুর হলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে লালুপ্রসাদ যাদবকে। স্বভাবতই এই ঘটনায় এখনও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত 40 বছরের মধ্যে এই প্রথম বিহার বিধানসভা নির্বাচনে অনুপস্থিত থাকবেন লালুপ্রসাদ যাদব। বর্তমানে একের পর এক মামলায় জামিন পেলেও, এখনও পর্যন্ত জেলমুক্ত হননি। একাংশ বলছেন, যদি এই মামলায় তিনি জামিন পেয়ে যান, তাহলেও প্রচারের ময়দানে তাকে দেখা যাবে না। যার ফলে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে একাই প্রচার চালাতে হবে। কিন্তু লালুপ্রসাদ যাদব এই প্রচারে থাকতে মরিয়া হলেও শেষ পর্যন্ত তিনি প্রচারে না থাকতে পারায় ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদ যাদব জামিনের আর্জি জানিয়েছিলেন। গত 9 নভেম্বর এই মামলার শুনানি রয়েছে। আর তারপরের দিনই বিহার বিধানসভা নির্বাচনের গননা পর্ব রয়েছে। স্বাভাবিক ভাবেই এই মামলায় আগের দিন জামিন পেলেও তার পক্ষে প্রচারে নামা সম্ভব নয়। আর এই পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা বলছেন, এবার আর দ্বিমুখী লড়াই সেভাবে জমজমাট হল না। নরেন্দ্র মোদী, নিতিশ কুমার এবং অমিত শাহের সঙ্গে লালু প্রসাদ যাদবের সেভাবে লড়াই এবার আর চোখে পড়বে না। আর এই লড়াই দেখার জন্য অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত লালুপ্রসাদ যাদব জামিন পেলেও তার পক্ষে যে সক্রিয়ভাবে ময়দানে নামা হবে না, তা কার্যত স্পষ্ট হয়ে গেল। বিরোধীদের বক্তব্য, করোনা মহামারী, বেকারি, বন্যা নিয়ে বিহারের যা পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে লালুপ্রসাদ যাদব যদি ময়দানে নামত, তাহলে ভোটের অংকটা অনেকটাই বদলাতে পারত। কিন্তু সেটা যে আর হচ্ছে না, তা কার্যত পরিষ্কার। যার ফলে লালুপ্রসাদ যাদবের দল অনেকটাই সমস্যার মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!