এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে খুশির হাওয়া গেরুয়া শিবিরে! জোট পোক্ত করতে যোগ দিচ্ছে নতুন দল! তৈরি নতুন সমীকরণ

বিধানসভার আগে খুশির হাওয়া গেরুয়া শিবিরে! জোট পোক্ত করতে যোগ দিচ্ছে নতুন দল! তৈরি নতুন সমীকরণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলায় একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তুঙ্গে। কিন্তু তার আগেও জাতীয় রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হতে চলেছে এ বছরেই। মনে করা হচ্ছে, করোনা পরিস্থিতি সামলে উঠে এবার বিহারে বিধানসভা নির্বাচন হবে এ বছরের শেষে। আর তাই নিয়ে বিহারে এখন চলছে রাজনৈতিক টানাপোড়েন। একদিকে আরজেডি, অন্যদিকে জেডিইউ- দুই পক্ষই চাইছে নিজেদের ঘর গুছিয়ে নিতে।

এই অবস্থায় আরজেডিতে ভাঙন ধরিয়ে এবার জেডিইউয়ের সাথে জোট বেঁধে এনডিএতে যোগ দিতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা। আর এই নিয়ে বিহারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। এনডিএর বিরুদ্ধে যে মহাজোট তৈরি হয়েছিল বিহারে, তা থেকে গত মাসেই নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে হিন্দুস্থানী আওয়াম মোর্চা। এ প্রসঙ্গে জানা গেছে, জিতেন রাম মাঝির দলের অভিযোগ, মহাজোটে তাঁরা বারবার উপেক্ষিত হচ্ছেন। আর তাই দল ছেড়ে বেরোনো ছাড়া তাঁদের কাছে আর কোনো রাস্তা ছিলনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সম্প্রতি জিতেন রাম মাঝি সাক্ষাৎ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। আর তারপর থেকেই জিতেন রাম মাঝির জেডিইউতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। অন্যদিকে সাংবাদিক বৈঠকে জিতেন রাম মাঝিকে প্রশ্ন করা হলে তিনি 30 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এ প্রসঙ্গে হিন্দুস্তানি আওয়াম মোর্চার এক বরিষ্ঠ নেতা সম্প্রতি জানান, জেডিইউ এর সাথে সহমত হওয়ার পর অন্য কোন দলে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না।

একইভাবে শোনা যাচ্ছে, গেরুয়া শিবির থেকেও জিতেন রাম মাঝিকে এনডিএ জোটে আসার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সোয়াল জানিয়েছেন, এনডিএতে তাঁরাই আসবেন, যাদের নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর ভরসা থাকবে। বিশেষজ্ঞদের মতে, জিতেন রাম মাঝির বিজেপির বিরুদ্ধে বিরোধীদের তৈরি মহাজোট ছেড়ে আসার সাথে সাথে ওই মহাজোট যে একটি ধাক্কা খেলো সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়। অন্যদিকে জিতের রাম মাঝির জেডিইউয়ের সঙ্গে জোট বাঁধার ফলে পরিষ্কার, বিরোধীদের অন্তর্দ্বন্দ্বের কারণেই গেরুয়া শিবিরের জোর বাড়ল বলে মনে করছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!