এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় 220 আসন জিতে ক্ষমতায় গেরুয়া শিবির? কনফিডেন্ট রিপোর্ট অমিত শাহের “খাস আদমির”?

বিধানসভায় 220 আসন জিতে ক্ষমতায় গেরুয়া শিবির? কনফিডেন্ট রিপোর্ট অমিত শাহের “খাস আদমির”?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিহার বিধানসভা কেন্দ্রের নির্বাচন‌। এতদিন বিজেপি এবং নীতীশ কুমারের দল জোট করে সেখানে ক্ষমতায় থাকলেও সামনের নির্বাচনে কে ক্ষমতায় আসবে, তা এখন চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বিহারে‌। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের মত করে প্রচার প্রক্রিয়ায় ঝাপাতে শুরু করেছে। তবে এবার বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

সূত্রের খবর, এদিন এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজ, করোনা সংকট পরিস্থিতিতে গরিবদের সাহায্য এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়টি বিহার বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যু হিসেবে উঠে আসবে।” আর তারপরই আগামী বিধানসভা নির্বাচনে বিহারের এনডিএ জোট 220 টি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে জানিয়ে দেন তিনি। স্বাভাবিক ভাবেই মন্ত্রীর এই দাবির পর বিজেপির কর্মী-সমর্থকেরা নতুন করে বিহারে উজ্জীবিত হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগেই যেভাবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ের সুর শোনাতে দেখা গেল, তাতে বিজেপি নেতা কর্মীরা যেমন উজ্জীবিত হলেন, ঠিক তেমনই বিরোধী শিবিরকে কার্যত কোণঠাসা করার জন্যই কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের দাবি করে বসলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে রীতিমত শোরগোল পড়ে গেল বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এখন নিত্যানন্দ রাইয়ের কথা ভোটবাক্স খোলার পর কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!