এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধায়কের সাসপেনশন তুলতে আদালতের দ্বারস্থ বিজেপি, বড় নির্দেশে চাপে অধ্যক্ষ!

বিধায়কের সাসপেনশন তুলতে আদালতের দ্বারস্থ বিজেপি, বড় নির্দেশে চাপে অধ্যক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগে বিধানসভায় হই হট্টগোলের পরেই বিরোধী দলনেতা সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন কমিটির মিটিং থেকে শুরু করে বিধানসভায় তাদের প্রবেশের ক্ষেত্রে জারি করা হয় নিষেধাজ্ঞা। যাকে অগণতান্ত্রিক বলে দাবি জানাতে থাকে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে এবার গোটা ঘটনায় নিজেদের সাসপেনশন তুলতে আদালতের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন নিজেদের সাসপেনশন তোলার দাবি নিয়ে আদালতে যায় ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই আদালতের পক্ষ থেকে একটি বড় নির্দেশ দেওয়া হয়। যেখানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গোটা বিষয়টি হলফনামা চেয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

জানা গিয়েছে, আগামী মে মাসের 2 তারিখের মধ্যে বিধানসভার অধ্যক্ষকে এই ব্যাপারে হলফনামা জমা দিতে হবে। স্বভাবতই বিধানসভার অলিন্দে সাসপেন্ড হওয়া নিয়ে বিজেপি যে রাজ্যকে চেপে ধরে উঠেপড়ে লেগেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!